নয়াদিল্লি: রাজ্যসভা থেকে বর্ষিয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবেগাপ্লুত প্রধানমন্ত্রীর রূপ দেখল দেশ। চোখের জলে কংগ্রেস নেতাকে বিদায় জানানোর পাশাপাশি প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে আজ রাজ্যসভার পরিবেশ বেশ আবেগে ভরে যায়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ষিয়ান কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের প্রসঙ্গে মন্তব্য করেন, ক্ষমতাশালী হয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা শেখা উচিত গুলাম নবি আজাদের কাছে। ক্ষমতা অনেকেই পান, কিন্তু ক্ষমতাবান হয়েও কিভাবে বাকিদের সঙ্গে আচরণ করতে হয় তা শিখিয়েছেন তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যসভা থেকে বিদায় জানালেও গুলাম নবি আজাদের জন্য তাঁর দরজা সব সময় খোলা। যে কোনও রকম পরামর্শ তিনি তাঁর থেকে নেবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো জানান, তারা দুজনেই এক সময়ে মুখ্যমন্ত্রী ছিলেন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও তাদের দুজনের ভালো রকম যোগাযোগ ছিল। স্মৃতিচারণ করে মোদী বলেন, একসময় কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার সময় গুজরাটের কয়েকজন শ্রমিক আটকে পড়েছিলেন সেখানে। তাদের ব্যাপারে নিয়মিত খোঁজ নিয়েছিলেন গোলাম নবি আজাদ এবং প্রয়াত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রধান মুখোপাধ্যায়। সে বিষয় তিনি আজীবন মনে রাখবেন। উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরে আঞ্চলিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছিলেন গুলাম নবি আজাদ। সেই প্রেক্ষিতেই আজ রাজ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রশংসা করেছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান।
তবে বর্ষিয়ান কংগ্রেস নেতাকে প্রশংসা করেও কংগ্রেসকে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মন্তব্য করেছেন, জম্মু-কাশ্মীরের নির্বাচনের প্রশংসা করছেন গুলাম নবি আজাদ, এই ব্যাপারটা আবার কংগ্রেস ঠিক ভাবে নিতে পারবে তো? প্রশ্ন তাঁর। পাশাপাশি তিনি এও বলেন, গুলাম নবি আজাদ কখনো কোনো কটু শব্দ ব্যবহার করতেন না, তাঁর কাছ থেকে শেখা উচিত সকলের।