ভারতের আশ্রয়ে হাসিনা! বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদী

নয়া দিল্লি: বিদ্রোহের আগুনে তপ্ত বাংলাদেশ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা৷ কিন্তু এর পর কী? ভারতের অবস্থানই বা…

Modi on women violence Narendra Modi women abuse message

নয়া দিল্লি: বিদ্রোহের আগুনে তপ্ত বাংলাদেশ৷ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা৷ কিন্তু এর পর কী? ভারতের অবস্থানই বা কী হবে?  সেই সব বিষয়ে আলোচনার জন্যে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনে এই বৈঠক হবে।

কেন্দ্রীয় সূত্রে খবর, মঙ্গলবার সংসদভবনে আয়োজিত সর্বদলীয় বৈঠকে সকল সংসদীয় দলের নেতাদের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সকল সাংসদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে তথ্য থেকে শুরু করে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান, সীমান্তে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজ, সর্বদল বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।