নয়াদিল্লি: কোভিড টিকাকরণে ১০০ কোটির মাইলফলক ছোঁয়ার পরেই আজ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ের শুরুতে একজোট হয়ে থালা বাজিয়েছে মানুষ, প্রদীপ জ্বালানো হয়েছে৷ যা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে৷ কিন্তু এর ফলেই একত্রিত হয়েছে গোটা দেশ৷ একসঙ্গে গোটা দেশ লড়াই করেছে করোনার বিরুদ্ধে৷ জাতির উদ্দেশে ভাষণে এমনটাই দাবি প্রধানমন্ত্রীর৷
আরও পড়ুন- বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির, এটা ১৩০ কোটি দেশবাসীর সাফল্য: মোদী
এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমরা মহামারির বিরুদ্ধে দেশের লড়াইয়ে জনগণকে আমাদের শক্তি বানিয়েছি৷ দেশকে ঐক্যবদ্ধ করতে আমরা তালি বাজিয়েছি, থালি বাজিয়েছি৷ প্রদীপ জ্বালিয়েছি৷ তখন অনেকেই বলেছিল, এতে কি করোনা যাবে? কিন্তু আমরা এর মধ্যে দিয়েই দেশের ঐক্য দেখেছি৷ যার জন্যেই এত কম সময়ে দেশে ১০০ কোটি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে৷’’
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ মেড ইন ইন্ডিয়ার শক্তি দেখেছে৷ ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে হয়েছে। উৎপাদনের পাশাপাশি আমাদের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছনোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ তিনি এও বলেন, ১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সামর্থ্য৷ দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল৷ কঠিন লক্ষ্যে সফল হতে জানে নতুন ভারত৷