নয়াদিল্লি: বিহার জয়ের পর এবার দিল্লির সদর দফতর থেকে কার্যত আগাম দীপাবলি উদযাপন বিজেপির৷ বিহার জয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহা, রাজনাথ সিং, জেপি নাড্ডারা ছিলেন হাজির৷ বিহারে বিজেপির জয়ের জন্য সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী৷ জানান, নাড্ডার নেতৃত্বে বিহারে বিজেপি আজ বড় সাফল্য পেয়েছে৷ করোনা আহবে বিহারে কীভাবে এসেছে সাফল্য? বিজয়মঞ্চে ফাঁস করেন নরেন্দ্র মোদী৷
কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী জানন, ‘‘করোনা আবহে ভোট হয়েছে৷ এই ভোট সহজ ছিল না, করোনার মধ্যে মানুষ ভোট দিয়েছেন৷ দেশবাসীকে আমি কৃতজ্ঞ, তাঁরা তাঁদের ভোট দেওয়ার অধিকার প্রয়োজন করেছেন৷’’ গণতন্ত্রের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিহার বাসীকে ধন্যবাদ জানিয়েছেন নমো৷ নরেন্দ্র মোদী জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া ভারতের গৌরব৷ আজ সুষ্ঠু নির্বাচন আরও একবার প্রমাণ করল বিহারের আইনশৃঙ্খলা ব্যবস্থা কতটা উন্নতি হয়েছে৷’’
জানান, আগে বিহারে নির্বাচন হলে সংবাদ শিরোনামে উঠে আসত, কতগুলি বুথ লুট করা হয়েছে৷ কতজন মারা গিয়েছে৷ কোথায় কোথায় পুনর্নির্বাচন দাবি উঠেছে৷ কিন্তু এবার ভোটের হার বেড়েছে৷ একটি বুথে পুনর্নির্বাচনের দাবি ওঠেনি৷ হয়নি ভোটলুট৷ আজ বিহার ভোটের ফলাফল বলছে, বিহার কতটা বদলে গিয়েছে৷
কর্মীদের উদ্দেশ্য নমো জানান, ‘‘আজ বিহারের মানুষ বুঝিয়ে দিয়েছেন যেখানে উন্নয়ন যেখানে তাঁদের সমর্থন৷ যখন দেশের জন্য কাজ হয়, সেখানেই তারা সমর্থন জানিয়েছেন৷ যারা দেশের হয়ে ভাবনা চিন্তা করে, তারাই এগিয়ে যাবে৷ যারা দেশের পক্ষে কাজ করবে, তারাও যুদ্ধে জিতবে৷ বিহার নির্বাচনের ফলে স্পষ্ট, যেখানে উন্নয়ন সেখানেই মানুষের সমর্থন৷ আগামী দিনে বিজেপির একমাত্র লক্ষ্য বিকাশ৷ বিহার জয়ের রহস্য বিকাশ৷ নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপি বিহারে সরকার গঠন করে বিকাশের কাজ আরও এগিয়ে নিয়ে যাবে৷ দেশের সুরক্ষা হোক কিংবা আর্থিক উন্নয়ন, জনতার একমাত্র ভরসা বিজেপিই৷’’