‘আপনাদের কষ্টটা বুঝি, স্বজনহারাদের সমবেদনা’, জাতির উদ্দেশে ভাষণে মোদী

‘আপনাদের কষ্টটা বুঝি, স্বজনহারাদের সমবেদনা’, জাতির উদ্দেশে ভাষণে মোদী

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি দিন প্রতি আরো ভয়ানক হচ্ছে ভারতে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে এবং সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়ছে। ইতিমধ্যেই ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনাভাইরাস টিকা পাবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু আতঙ্ক কমছে না কিছুতেই। কারণ পর্যাপ্ত টিকা দেশে নেই বলে একাধিক তথ্য সামনে আসছে। এই পরিস্থিতিতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন, সকলের কষ্ট তিনি বোঝেন এবং যারা নিজেদের লোক হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা ব্যক্ত করছেন। 

এদিন মোদী বলেছেন, গত বছরের মতো এ বছরেও করানো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশে এবং প্রত্যেক ভারতবাসী এর বিরুদ্ধে লড়াই করছে। এই প্রসঙ্গে তিনি ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং চিকিৎসা ক্ষেত্রে সঙ্গে যুক্ত সকল কর্মীদের সাধুবাদ জানান এবং অভিবাদন জানান। তিনি বলেন, গতবছর তারা যেভাবে নিজেদের প্রাণ বিপন্ন করে মানুষের সেবা করেছেন, ঠিক সেভাবেই এবারেও করছেন। সেই কারণে তাদের কুর্নিশ জানাতেই হবে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বার্তা, কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন দেশ কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে। 

তিনি আরো বলেন, দেশের কোল্ড চেইন ব্যবস্থা অনুকূলে রয়েছে এবং দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। একইসঙ্গে সকলকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পরিস্থিতি শোধরাবে এবং এর জন্য স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন। মোদীর কথায়, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ তুফানের মত এসেছে, কিন্তু আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে এগোতে হবে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *