নয়াদিল্লি: গত জুলাইয় থেকেই একাধিক বিশিষ্ট ব্যাক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বৃহস্পতিবার সাতসকালে হ্যাক করা হল টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ।
এই অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ফলোয়ারদের কাছে ত্রাণতহবিলে অনুদানের জন্য একগুচ্ছ আবেদন জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে টুইটার। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা বিপদগ্রস্ত অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পদক্ষেপ নিয়েছে এবং সক্রিয়ভাবে পুরো বিষয়টির তদন্ত করছে। মোদির যে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে সেটি হল নরেন্দ্রমোদী ডট ইন। এই ওয়েবসাইটে মোদির ফলোয়ারের সংখ্যা ২.৫ মিলিয়নেরও বেশি।
যদিও এই ঘটনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল যেখানে ফলোয়ারের সংখ্যা ৬১ মিলিয়নেরও বেশি সেখানে কোনো প্রভাব পড়েনি।বিবৃতিতে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন তাঁরা এই ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন এবং বিপদগ্রস্ত অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন। একইসঙ্গে সক্রিয়ভাবে এবিষয়ে তদন্তও করছেন। অতিরিক্ত অ্যাকাউন্টগুলি আক্রান্ত হওয়ার বিষয়ে এইমুহুর্তে তাঁরা কিছুই জানতে পারেননি বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, জুলাইয়ে এই প্ল্যাটফর্মের বেশ কয়েকজন যেমন, মার্কিন রাষ্ট্রপতির পদপ্রার্থী জো বিশেষ সহ, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং মিলিওনিয়ার এলন মাস্ক সহ একাধিক হাইপ্রোফাইল ব্যাক্তিত্বের অ্যাকাউন্ট হ্যাক করার উদ্দেশ্যে টুইটারের ইন্টারনাল সিস্টেমে ঢুকে পড়েছিল হ্যাকাররা। অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছে মূলত ডিজিটাল মাধ্যমে আর্থিক সহায়তা চেয়ে।