সামনে লম্বা লড়াই, করোনা রুখতে ফের বার্তা মোদির

সামনে লম্বা লড়াই, করোনা রুখতে ফের বার্তা মোদির

নয়াদিল্লি: বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জনতার মুখোমুখি হলেন নরেন্দ্র মোদি৷ আজ দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনতার উদ্দেশে ভাষণ দেন তিনি৷ জানান, ‘‘আমাদের লক্ষ্য এক৷ করোনার বিরুদ্ধে আমরা আমাদের জয় নিশ্চিত করবষ৷ কারণ, সামনে লম্বা লড়াই, দেশের তার জন্য প্রস্তুত৷’’

গতকাল রাতে গোটা দেশজুড়ে ন’মিনিট দীপ জ্বালাও কর্মসূচিতে অংশগ্রহণ প্রসঙ্গে জনতাকে অভিবাদন জানিয়েছেন মোদি৷ যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি৷ একইসঙ্গে লকডাউন বিধি মেনে চলার বিষয়ে জনতাকে ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি৷

আজ তিনি জানান, ‘‘সামনে বড় লড়াই৷ এই লড়াইয়ের জন্য প্রস্তুত দেশ৷ এই পরিস্থিতিতে আমাদের জয় নিশ্চিত করতে হবে৷ সেই কারণে লকডাউন আমাদের মেনে চলতে হবে৷’’   জানান, করোনা পরিস্থিতির জেরে রেশন ব্যবস্থা যাতে ঠিকঠাক চলে, তা নিশ্চিত করতে হবে৷ পর্যাপ্ত খাবারের যোগান নিশ্চিত করা প্রয়োজন৷ কেউ যাতে অভুক্ত না থাকে, তা নিশ্চিত করতে হবে৷ বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে৷

এদিন মোদি বলেন, লকডাউনের মধ্যেও পরিণতবোধ দেখিয়েছে ভারত৷ করোনার বিরুদ্ধে ভারতের লড়াই গোটা বিশ্ব নজর রাখছে৷ আমার সঙ্গে বিভিন্ন দেশের কথা চলছে৷ আমরা যেভাবে পোলিওমুক্ত করেছি, ঠিক সেভাবে করোনাকে আমরা মুক্ত করতে চাই৷ দেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ৷ করোনা আমরা দূর করব৷ ভারতের সামনে লম্বা লড়াই৷ এই লড়াইয়ের জন্য প্রস্তুত ভারত৷ যতক্ষণ না পর্যন্ত করোনার বিরুদ্ধে জয় আসছে, ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =