শেষ ৫ বছরে ৫৮ দেশ ঘুরেছেন প্রধানমন্ত্রী, বিদেশ সফরে খরচের বহর কত জানেন?

শেষ ৫ বছরে ৫৮ দেশ ঘুরেছেন প্রধানমন্ত্রী, বিদেশ সফরে খরচের বহর কত জানেন?

নয়াদিল্লি: রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দাবি করে আসছেন, তিনি ফকির! পার্থিব সম্পত্তির প্রতি তাঁর কোনও মোহ নেই৷ মানুষের সেবা তাঁর জীবনের মূল্য লক্ষ্য৷ ছেড়েছেন সংসার৷ বৃদ্ধ মাকেও রাখেননি দিল্লির বাসভবনে৷ সেই কোন কালে স্ত্রীর সঙ্গে ‘বিচ্ছেদ’! সমাজ সেবার লেক্ষ্যে সংসার ছেড়ে ‘ফরিক’ নরেন্দ্র মোদীর দেশের রাজনীতিতে উত্থান ঘটেছে বিদ্যুৎ গতিতে৷ আরএসএস থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে সামলে প্রধানমন্ত্রী হয়েছেন৷ কিন্তু, দেশ শাসনের সিংহাসন বসার পর ‘ফকির’ মোদীর ‘রাজসিক’ জীবন নিয়ে কম বিতর্ক হয়নি৷ দশলাখি শুট থেকে দেড় লক্ষ টাকার চশমা, বিরোধীদের নিশানায় আগেই ছিলেন তিনি৷ এবার বিদেশ সফরের খরচের বহর নিয়েও এবার সরব বিরোধী শিবির৷ নতুন করে বিতর্ক বেড়েছে মোদী সরকারের তথ্য ঘিরেও৷

রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের বিশদ লিখিত তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ৷ তিনি জানিয়েছন, ১০১৫ সাল থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদী ৫৮টি দেশে সফর করেছেন৷ বিগত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের পিছনে কেন্দ্র সরকারের খরচ হয়েছে ‘মাত্র’ ৫১৭ কোটি টাকা৷ কেন্দ্রের দেওয়া তথ্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, শেষ ৫ বছরে নরেন্দ্র মোদী আমেরিকা থেকে শুরু করে রাশিয়া ও চিনে ৫ বার করে সফর করেছেন৷ সিঙ্গাপুর থেকে জার্মানি, ফ্রান্স ও শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহীতে গিয়েছেন একাধিকবার৷ কয়েকটি সফর ছিল দ্বিপাক্ষিক৷

২০১৯ সালের ১৩ ও ১৪ নভেম্বর দু’দিনের সফরে ব্রাজিলে যান প্রধানমন্ত্রী৷ এখনও পর্যন্ত ব্রাজিলই তাঁর শেষ বিদেশ সফর৷ বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাঁর বিদেশ সফর স্থগিত রয়েছে৷ গত মার্চে লোকসভায় প্রধানমন্ত্রীর বিদেশসফর নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছিলেন মুরলীধরণ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ২০১৫-২০১৬ অর্থবর্ষে ১২১ কোটি ৮৫ লক্ষ টাকা খরচ হয়েছে৷ ২০১৬-২০১৭ অর্থবর্ষে ৭৮ কোটি ৫২ লক্ষ টাকা খরচ করেছে কেন্দ্র৷ ২০১৭-২০১৮ সালে ৯৯ কোটি ৯০ লক্ষ টাকা খরচ হয়েছে৷ ২০১৮-২০১৯ সালে ১০০ কোটি ২ লক্ষ টাকা খরচ করেছে সরকার৷ ২০১৯-২০২০ সালে ৪৬ কোটি ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে৷ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ঘন ঘন বিদেশ সফর করেছেন৷ যা নিয়ে বিরোধীরা মোদীকে কটাক্ষ করতে ছাড়েনি৷ বিদেশ সফের করে আখেরে দেশের কী কোনও লাভ হয়েছে? বিরোধীরা প্রশ্নও তুলেছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রী তাঁর সফরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের নানা বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *