Aajbikel

প্রধানমন্ত্রীর লেখা গান গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত! উচ্ছ্বাস দেশে

 | 
মোদী

নয়াদিল্লি: ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অফ মিলেটস’ গানটি লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন জানা গেল, ২০২৪ গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটেগরিতে মনোনীত হয়েছে এই গানটি। স্বাভাবিকভাবেই বিষয়টি খোদ প্রধানমন্ত্রী তো বটেই, গোটা দেশের জন্য গর্বের ব্যাপার। গ্র্যামির মঞ্চে এই গান পুরস্কৃত হলে তা নয়া ইতিহাস লিখবে। 

মিলেট একটি প্রাচীন শস্য যা ভারতীয় উপমহাদেশে ৫ হাজার বছর ধরে চাষ হয়ে চলেছে। সম্প্রতি মিলেটের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের ওপর জোর দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আর এই উপলক্ষ্যেই মিলেট নিয়ে গান লিখেছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ ওরফে ফালু এবং তাঁর স্বামী গৌরব শাহ সেই গানটি গেয়েছেন। গত ১৬ জুন মুক্তি পেয়েছে এই গানটি। বিশ্বে ক্ষুধা দূর করতে বাজরার গুণ কতটা, তা প্রচার করতেই এই বিশেষ গান ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’। 

ভারতীয় বংশোদ্ভূত গ্র্যামি পুরস্কার জয়ী গায়িকা ফালু জানিয়েছেন, গ্র্যামি জেতার পর তিনি দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তখনই তাঁর বাজরা নিয়ে গান লেখার কথা মাথায় আসে। তিনি এও জানান, খোদ মোদীই তাঁকে পরামর্শ দিয়েছিলেন ক্ষুধা দূর করতে বাজরার ভূমিকা নিয়ে গানটি লেখার জন্য। 

Around The Web

Trending News

You May like