সিন্ধু-চানুদের লালকেল্লায় সংবর্ধনা দেবেন মোদী, দিনক্ষণ ঠিক

সিন্ধু-চানুদের লালকেল্লায় সংবর্ধনা দেবেন মোদী, দিনক্ষণ ঠিক

নয়াদিল্লি: ভারতের গর্ব, অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু, পিভি সিন্ধুদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট লালকেল্লায় তাঁদের সংবর্ধনা দেবেন তিনি। যদিও শুধু পদকজয়ীরা নন, এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বিশেষ সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিন। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর মারফত। 

চলতি অলিম্পিকে ভারোত্তোলনে রুপো জিতেছেন মীরাবাঈ চানু। অন্যদিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক পেয়েছেন পিভি সিন্ধু। এটি তাঁর দ্বিতীয় অলিম্পিক পদক। এর পাশাপাশি বক্সিংয়ে লাভলিনা বর্গোহাইনের পদক পাওয়ার সম্ভাবনা প্রবল। একই রকমভাবে মহিলা হকি টিমের পদক পাওয়ার দারুন সুযোগ রয়েছে। সব মিলিয়ে আগামী স্বাধীনতা দিবসের দিন অলিম্পিকের সদস্য প্রতিটি খেলোয়াড়কে বিশেষ সম্মান জানাতে চায় কেন্দ্রীয় সরকার। এদিকে আজ, কেন্দ্রীয় সরকারে গরিব কল্যাণ খাদ্য যোজনায় উপকৃতদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এ ক্ষেত্রে অলিম্পিক্সের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ মোদী বলেন, দেশের কঠিন পরিস্থিতির মধ্যেও অলিম্পিক্সে সবচেয়ে বেশি প্রতিযোগী কোয়ালিফাই করেছে৷ শুধু তাই নয় কড়া টক্করও দিচ্ছেন তাঁরা৷ ভারতের আত্মবিশ্বাস প্রতিটি খেলায় নজরে আসছে৷ নিজেদের থেকে এগিয়ে থাকা ব়্যাঙ্কের প্রতিযোগীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতীয় খেলোয়াররা৷ সঠিক ট্যালেন্টকে চিনে নিতে পারলেই এই আত্মবিশ্বাস জন্ম নেয়৷  

আরও পড়ুন- ‘নাটক ধরা পড়ে গিয়েছে, মুখরক্ষার ব্যর্থ চেষ্টা’, বাবুলের সিদ্ধান্তে ফের খোঁচা কুণালের

প্রসঙ্গত, এদিন ২-৫ গোলে বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারতীয় হকি টিম। ৪১ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় হকি দল৷ অনকে আশা নিয়ে বসেছিল ভারতের হকি প্রেমীরা৷ কিন্তু ভারতের সোনা জেতায় স্বপ্ন শেষ৷ এবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে ভারতীয় হকি দল৷ পেনাল্টি বক্সে ভুলের জন্য প্রচুর পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম৷ আর সেই সুযোগ দারুন ভাবে কাজে লাগায় তাঁরা৷ শুরু থেকে বলের দখল রেখেছিল মনপ্রীতরা৷ কিছু পেনাল্টি কর্নারও পেয়েছিল৷ কিন্তু তা কাজে লাগাতে পারেনি৷ শুরু থেকে কড়া টক্কর দিলেও গতবারের রুপো জয়ী বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারত৷ প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল মনপ্রীতরা৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করে দেয় বেলজিয়াম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *