নয়াদিল্লি: কবে উঠবে নকডাউন? লকডাউন বাড়লেও কোন কোন ক্ষেত্রে মিলতে পারে ছাড়? করোনার কোপে কাজ হারানো শ্রমিকদের ভবিষ্যৎ কী? কীভাবে দেশের অর্থনীতির চাকা সচল থাকবে? করোনার তৈরি হওয়া চূড়ান্ত অচলাবস্থার আবহে আগামীকাল ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সেই ভাষণের দিকে তাকিয়ে দেশের ১৩০ কোটি জনতা৷
আগামীকাল সকাল দশটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ লকডাউনের মেয়াদ বাড়লেও কোন কোন ক্ষেত্রে দেওয়া হতে ছাড়? কোন কোন ক্ষেত্রে জারি হতে পারে বিধিনিষেধ? মঙ্গলবার পয়লা বৈশাখে জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী৷ করোনা পরিস্থিতির জেরে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হতে পারে, কোন কোন ক্ষেত্রে কী কী বিষয় কার্যকর করবে কেন্দ্র? অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ নেবে কেন্দ্র? সে বিষয়ে বেশ কিছু বার্তা দিতে পারেন মোদি৷
PM Narendra Modi will address the nation at 10 am on Tuesday: PMO
— Press Trust of India (@PTI_News) April 13, 2020