Aajbikel

ভারতে ফিরেই 'জয় বিজ্ঞান' স্লোগান, ISRO গেলেন প্রধানমন্ত্রী

 | 
modi

বেঙ্গালুরু: ভারতের ইতিহাস তৈরির সাক্ষী থাকতে হয়েছিল বিদেশের মাটি থেকেই। ইসরো যখন চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করাল তখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমেই তিনি সেই অবতরণের সাক্ষী থাকেন, পরে ভাষণ দেন। তবে দক্ষিণ আফ্রিকার পর গ্রীস সফর সেরে শনিবার দেশে ফিরেছেন তিনি। আর ফিরেই গেলেন ইসরোতে। আজ মোদীর মুখে শোনা গেল 'জয় বিজ্ঞান' স্লোগান। 

দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে আজ শনিবার সকালে সোজা বেঙ্গালুরুতে পৌঁছেছেন মোদী। তারপরই তিনি টুইট করেন, ''ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার জন্য আমি উন্মুখ, যাঁরা দেশকে গর্বিত করেছে। মহাকাশ গবেষণায় তাদের কাজ দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছে।'' বিমানবন্দরে নেমে মোদী আরও জানান, তিনি বিজ্ঞানীদের কাছে যাওয়া জন্য অস্থির হয়ে আছেন। বিমানবন্দরে বক্তব্য পেশ করার পরই সোজা ইসরোর পথে রওনা হন তিনি। 

ভারতে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে যে আজাদি কা অমৃতকাল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, তার অঙ্গ ছিল এই চন্দ্রযান ৩। বুধবার সেই অভিযানের সফলতার পর খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রেখে তিনি জানিয়েছিলেন, এ হল ভারতের উদীয়মান ভাগ্যের উদয়। সাফল্যের অমৃত বর্ষ। তিনি আরও বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়।    

Around The Web

Trending News

You May like