নয়াদিল্লি: পরিবেশ নিয়ে সচেতনতার কথা সরকারের তরফে আগে বলা হয়েছে। সম্প্রতি যে বাজেট পেশ হয়েছে তাতেও সবুজ শক্তি, সৌরবিদ্যুৎ ও সড়ক খাত নিয়ে আলোচনা হয়েছে এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ‘ভারত শক্তি’ সপ্তাহের উদ্বোধন করেন। এই আবহে বুধবার তাঁকে বিশেষ এক ধরনের পোশাক করে সংসদে আসতে দেখা গেল। একটি নীল জ্যাকেট পরে এদিন সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঠিক কী বিশেষত্ব আছে এই পোশাকে?
আরও পড়ুন: রাকেশ সিংকে নিরাপত্তা দেবে ওয়াটগঞ্জ থানা, নির্দেশ হাইকোর্টের
আসলে বিষয় হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নীল জ্যাকেট উপহার দিয়েছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’। এই জ্যাকেট তৈরি হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে! প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলে বানান হয়েছে এই পোশাক। তা পরে এসে আদতে পরিবেশ রক্ষার বার্তাই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। বেঙ্গালুরুতে ‘ভারত শক্তি’ সপ্তাহ পালিত হওয়ার উপলক্ষ্যে এই পোশাক বানিয়ে তা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ। তাঁদের তরফ থেকে জানান হয়েছে, এই ধরনের ১০ কোটি বোতল থেকে ভবিষ্যতে আরও পোশাক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Hon’ble Shri @narendramodi, presented with a dress made out of recycled PET bottles under #IndianOil‘s #Unbottled initiative by @ChairmanIOCL.
We will convert 100 million PET Bottles annually to make uniforms for our on-ground teams & non-combat uniforms for our armed forces. pic.twitter.com/aRoK3fXY7Y
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) February 6, 2023
প্রসঙ্গত, বুধবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের ওপর লোকসভায় বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কী ভাষণ দেন তার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। অনেকের ধারণা তিনি হয়তো আদানি গোষ্ঠী নিয়ে কিছু বলতে পারেন। কারণ বিগত কয়েক দিন ধরে সেই ইস্যুতেই উত্তাল দেশ। আবার মঙ্গলবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর এবং আদানির একটি ছবিও সংসদে দেখিয়েছেন।