‘শিক্ষা নেয়নি পাকিস্তান’, শহিদদের শ্রদ্ধা জানিয়ে কার্গিল বিজয় দিবসে ‘প্রতিবেশীকে’ কড়া বার্তা মোদীর

কার্গিল: কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

কার্গিল: কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ বছর আগে, কার্গিল যুদ্ধের শহিদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই পাকিস্তানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। যাবতীয় সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘সন্ত্রাসবাদের প্রভুরা হুঁশিয়ার৷ ওদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেব৷ শত্রুদের মোক্ষম জবাব দেব আমরা। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিহত করবে ভারত। পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’’ সুর চড়িয়ে মোদী আরও বলেন, ‘‘আমি আজ এমন একটি জায়গায় দাঁড়িয়ে এই কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা ​​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলব। ৫ অগাস্ট, ৩৭০ ধারা বাতিলের পরে, জম্মু-কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাতে বৃদ্ধি হচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে।”