বিজেপি মহিলা কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম! প্রধানমন্ত্রীকে নিয়ে চর্চা

বিজেপি মহিলা কর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম! প্রধানমন্ত্রীকে নিয়ে চর্চা

pm modi

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর মোদী সরকারের হয়ে আরও বেশি গলা ফাটাচ্ছে গেরুয়া শিবিরের কর্মীরা। দেশজুড়েও ব্যাপক আলোচনা চলছে এই বিল পাশ ইস্যু নিয়ে। খোদ প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলে দেশের মহিলাদের উন্নয়নের জন্য বার্তা দিয়েছেন। এই আবহে তিনি আরও যে একটি কাজ করলেন তা নিয়ে জনমানসে নতুন করে চর্চা। কেউ কেউ তাঁকে সাধুবাদ দিচ্ছেন, আবার কেউ কটাক্ষ করতেও ছাড়ছেন না। কী এমন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 

মহিলা সংরক্ষণ বিল পাশের সাফল্য উদযাপনে শুক্রবার বিজেপির সদর দফতরে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেখানে নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেন মহিলা বিজেপি কর্মীরা।এরপর তারা তাঁকে মালা পরাতে গেলে সকলের পায়ে হাত দিয়ে প্রমাণ করতে যান প্রধানমন্ত্রী। এই ছবি, ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে যে মহিলারা তাঁকে মালা পরাচ্ছিলেন তাদের মধ্যে একজন বয়ঃজ্যোষ্ঠ কর্মীও ছিলেন। তাঁকেই প্রণাম করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার অন্য এক মহিলা তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে, তিনি হাত দিয়ে বাধা দেন। এই ঘটনায় প্রধানমন্ত্রীর আচরণে অনেকে সাধুবাদ দিলেও, কেউ কেউ বলছেন আসন্ন ভোটের জন্য এখন মহিলা বিল পাশের বিষয়টিকে চর্চায় নিয়ে এসেছেন তিনি। 

মহিলা সংরক্ষণ বিলের পক্ষে রাজ্যসভায় ভোট পড়েছে ২১৫টি৷ বিপক্ষে শূন্য। অন্যদিকে লোকসভায় বিলের পক্ষে ভোট পড়েছিল ৪৫৪, আর বিপক্ষে মাত্র ২। যদিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, এখনই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করে দেওয়া যায়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা করতে চায় না। কেউ জানে না কবে এই বিল কার্যকর হবে, আদতে হবে কিনা। হয়তো এই বিল কার্যকর হতে আরও ১০ বছর লেগে যাবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =