জি-২০ সামিটে ‘সবকা বিকাশ’-এর বার্তা প্রধানমন্ত্রীর, নজর কাড়ছে ‘ভারত’

জি-২০ সামিটে ‘সবকা বিকাশ’-এর বার্তা প্রধানমন্ত্রীর, নজর কাড়ছে ‘ভারত’

pm modi

নয়াদিল্লি: শনিবার দেশের মাটিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন। আর এই দিনই নিজের ভাষণে সকলের বিকাশের বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য উঠে এল অতীতের করোনা পরিস্থিতির কথা। এই প্রেক্ষিতে তিনি বলেন, ওই সঙ্কট যখন সকলের কাটাতে পেরেছে তাহলে আগামী দিনের সব সঙ্কট কাটানো যাবে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রই তাঁদের পরিচালিত করবে। তবে প্রধানমন্ত্রী ভাষণের থেকেও যে বিষয়টি সবথেকে বেশি নজর কেড়েছে তা হল, তাঁর সামনে লেখা ‘ভারত’ নাম। 

প্রথমে জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতিকে ‘প্রেসিডেন্ট অব ভারত’ হিসাবে উল্লেখ করা হয়। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইন্দোনেশিয়া সফরের ঘোষণা সংক্রান্ত একটি সরকারি নথিতেও তাঁকে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা হয়েছিল। এতেই আম জনতার কৌতূহল বাড়ে যে দেশের নামের কোনও পরিবর্তন আসন্ন কিনা। আপাতত সেই ইঙ্গিত না মিললেও জল্পনা দিন দিন বাড়ছে। আজ জি-২০ সম্মেলনের প্রথম দিনে সেই জল্পনা সব মাত্রা ছাড়িয়ে গেল। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে যে কার্ড, তাতে ‘ইন্ডিয়া’ নয়, লেখা রয়েছে ‘ভারত’। এতেই আরও চর্চা শুরু। 

এদিন সকাল সাড়ে ১০টায় প্রথম পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর স্পষ্ট কথা, করোনা পরিস্থিতিতে যে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছিল, যুদ্ধে সেই ক্ষত আরও বড় হয়েছে। সবাই যদি করোনাকে হারাতে পারে, তাহলে এই সঙ্কটও কাটিয়ে উঠতে পারবে। এটা সবাই একসঙ্গে মিলে চলার সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =