গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী, ‘গ্লোবাল সাউথ সামিটে’ রাখলেন বক্তব্য

গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মোদী, ‘গ্লোবাল সাউথ সামিটে’ রাখলেন বক্তব্য

modi

নয়াদিল্লি: হামাস-ইজরায়েল যুদ্ধে ভারতের অবস্থান কার্যত নিরপেক্ষ ছিল। ধাপে ধাপে দুই পক্ষের হয়ে মুখ খুলেছে নয়াদিল্লি। হামাসের বিরোধিতা করে সন্ত্রাসবাদের বিপক্ষে তারা যেমন আওয়াজ তুলেছে, আবার গাজার মৃত্যুমিছিল নিয়েও বক্তব্য রেখেছে ভারত সরকার। এবার ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর আলোচনায় এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজায় ধারাবাহিক হামলা এবং হতাহতদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। 

‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে নরেন্দ্র মোদী গাজা স্ট্রিপের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যেভাবে হামলা এবং হতাহতের সংখ্যা বাড়ছে তা অত্যন্ত ভয়াবহ এবং চিন্তার বিষয়। তাঁর বক্তব্য, এই সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এও মনে করছেন, এই যুদ্ধ পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়াবে। 

এই অবস্থায় সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি। মনে রাখতে হবে, কয়েক দিন আগেই প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তারও আগে হামাসের আক্রমণের বিরোধিতায় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =