২০২৪-এ তিনিই প্রধানমন্ত্রী! লালকেল্লা থেকে বিরোধীদের পরোক্ষ বার্তা মোদীর

২০২৪-এ তিনিই প্রধানমন্ত্রী! লালকেল্লা থেকে বিরোধীদের পরোক্ষ বার্তা মোদীর

নয়াদিল্লি: ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা বিষয়ে কথা বললেও তাঁর অন্যতম লক্ষ্য ছিল বিরোধীরা। এই মঞ্চ থেকেই ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য বড় ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। বিরোধীদের নিশানা করে কার্যত তিনি দাবি করেছেন, আগামী বছর বিজেপিই ক্ষমতায় আসবে, তিনিই হচ্ছেন প্রধানমন্ত্রী। বিরোধী জোটকে মোদীর বার্তা, আগামী বছর এখানেই তাঁদের সামনে আসবেন তিনি। 

গত বৃহস্পতিবার সংসদে অনাস্থা বিতর্কের জবাবি বক্তৃতায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার কার্যত করেন মোদী। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময়ও একই সুর বাঁধতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। আজ লালকেল্লা থেকে নিজের সরকারের ১০ বছরের সাফল্যের কথাই বেশি বলেছেন মোদী। একই সঙ্গে ইঙ্গিত দেন, আগামী লোকসভা নির্বাচনেও তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গড়বে বিজেপিই। রীতিমতো চ্যালেঞ্জের সুরে তাঁকে বলতে শোনা যায়, আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আসবেন তিনি। কী কী কাজ হয়েছে, তার খতিয়ান দেওয়া হবে সেবারও। আসলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ থেকে দাবি করা হয়েছিল যে, এই বছরই লালকেল্লায় মোদীর শেষ ভাষণ। আগামী বছর স্বাধীনতা দিবসে দিল্লিতে ভাষণ দেবেন জোটের প্রতিনিধি।

এদিন লালকেল্লা থেকে ভাষণে মোদী জানান, কোন প্রকল্পে কত ব্যয় করা হয়েছে, গত ১০ বছরে কাজের খতিয়ানও ব্যাখ্যা করেন তিনি। এছাড়া আগের কংগ্রেস সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ করেন, বিজেপি সরকার গঠনের আগে ভারতের অর্থনীতির হাল খারাপ ছিল। কিন্তু গত দশ বছরে বর্তমান সরকারের চেষ্টায় বিশ্ব দরবারে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =