Aajbikel

দুর্নীতিমুক্ত দেশ, কিছু মানুষ সফলতা দেখতে পান না! খোঁচা প্রধানমন্ত্রীর

 | 
মোদী

নয়াদিল্লি: রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের ওপর লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে তিনি একদিকে যেমন কংগ্রেসকে তোপ দাগলেন, অন্যদিকে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে অবগত করলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, এতদিন দুর্নীতি থেকে মুক্তি খুঁজছিল দেশ। তবে আজ ভারত বড় বড় দুর্নীতি থেকে মুক্ত। এই মন্তব্য করে যে তিনি কংগ্রেসকেই কটাক্ষ করেছেন তা বলা বাহুল্য। 

আরও পড়ুন: রাকেশ সিংকে নিরাপত্তা দেবে ওয়াটগঞ্জ থানা, নির্দেশ হাইকোর্টের

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত দু’ তিন দশক ধরে ভারতে অস্থিরতা বজায় ছিল। কিন্তু বর্তমানে দেশে একটি স্থিতিশীল সরকার আছে। আর এই সরকার সংস্কারের পক্ষে। প্রয়োজনে সংস্কারের পথেই চলবে, এমনই বলেন তিনি। এই প্রেক্ষিতেই তিনি দাবি করে বলেন, ভারত সম্পর্কে আজ বিশ্বে ইতিবাচক মনোভাব, আশা এবং আস্থা তৈরি হয়েছে, যা অতীতে দেখা মিলত না। কিন্তু এমন গর্বের বিষয় হলেও কিছু মানুষ বিরক্ত। একই সঙ্গে মোদী এও বলেন, দেশের সফলতা দেখতে পান না অনেকেই। কিছু মানুষ নিরাশার মধ্যে ডুবে আছেন। এই বলে তিনি যে বিরোধীদের খোঁচা দিয়েছেন তা অনায়াসে আন্দাজ করা যায়।

প্রসঙ্গত, বুধবার একটি নীল জ্যাকেট পরে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে এই নীল জ্যাকেট উপহার দিয়েছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’। এই জ্যাকেট তৈরি হয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে! প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলে বানান হয়েছে এই পোশাক। তা পরে এসে আদতে পরিবেশ রক্ষার বার্তাই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

Around The Web

Trending News

You May like