নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রসঙ্গে এদিন লোক সভায় বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, কৃষকদের কোনরকম অধিকার কেড়ে নেয় না এই নতুন আইন। যদি কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে সেই বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা দরকার, সরকার সেই মতো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই প্রেক্ষিতে কথা বলতে গিয়ে ফের একবার ‘আন্দোলনজীবী’ প্রসঙ্গ তুলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মন্তব্য করেন, পবিত্র আন্দোলনকে অপবিত্র করছে তারা।
আরও পড়ুন: সমালোচনা উড়িয়ে ২২ গজে ফিরছেন শচীন তেন্ডুলকর
এদিন লোকসভায় কৃষি আইন সম্পর্কে বক্তব্য পেশ করার সময় ব্যাপক হইচই করে কংগ্রেসসহ বিরোধীরা। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য বাধা দেওয়ার প্রচেষ্টা করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ‘কালা আইন’ মন্তব্য করে কৃষক আইনের বিরোধিতা করতে থাকে বিরোধীরা। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কৃষক আন্দোলন পবিত্র আন্দোলন। কিন্তু কয়েকজন স্বার্থপর মানুষ যারা আদতে আন্দোলনজীবী, তারা এই আন্দোলন অপবিত্র করছেন। এই প্রসঙ্গে কৃষকদের ফের একবার আলোচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে কথা বলার অনুরোধ জানান। পাশাপাশি তিনি আরো বলেন, বিরোধীরা যদি কৃষি আইনের বিষয়বস্তু নিয়ে চর্চা করত তাহলে অনেক সুবিধা হত। কিন্তু এই ভাবে হই হট্টগোল করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে তারা আসলে সত্যিটা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে না। পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন ওয়াক আউট করে।
Congress MPs stage a walkout during PM Narendra Modi’s reply in Lok Sabha to the Motion of Thanks on the President’s Address.
— ANI (@ANI) February 10, 2021
TMC MPs walkout of the House during PM Narendra Modi’s reply in Lok Sabha to the Motion of Thanks on the President’s Address.
— ANI (@ANI) February 10, 2021
এদিনই কৃষি আইন নিয়ে কথা বলার সময় একাধিকবার বাধাপ্রাপ্ত হন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, বারবার এইভাবে বক্তব্যে বাধা সৃষ্টি করা আসলে পরিকল্পনা মাফিক কাজ। কারণ এই ভাবে বাধা সৃষ্টি করলেই সত্যিটা সাধারণ মানুষ এবং কৃষকদের কাছে পৌঁছাবে না আর বিরোধীরা যে ভুল-ভ্রান্তি এবং গুজব ছড়িয়ে রেখেছে সেগুলো রয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী দাবি করেন, এইভাবে সত্যি চেপে রাখা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি অধীরের উদ্দেশ্যে বলেন, “এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি এমন ব্যক্তি যিনি আপনাকে সম্মান করে। আপনি বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি জনপ্রিয়তা পাবেন, আমি বলে দিচ্ছি।”
আরও পড়ুন: ‘তৃণমূলের থেকে আপনি বেশি জনপ্রিয়তা পাবেন, আমি বলছি’, অধীরকে একহাত মোদীর