‘তৃণমূলের থেকে আপনি বেশি জনপ্রিয়তা পাবেন, আমি বলছি’, অধীরকে একহাত মোদীর

‘তৃণমূলের থেকে আপনি বেশি জনপ্রিয়তা পাবেন, আমি বলছি’, অধীরকে একহাত মোদীর

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইন নিয়ে এদিন লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তব্যের মাঝে বারবার বিরোধীরা আওয়াজ তুলে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রতিবার কটাক্ষের সুরেই বিরোধীদের চুপ করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মূলত বিরোধীদের মধ্যে সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন লোকসভার কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাকে শেষ পর্যন্ত সরাসরি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনই কৃষি আইন নিয়ে কথা বলার সময় একাধিকবার বাধাপ্রাপ্ত হন প্রধানমন্ত্রী। সেই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, বারবার এইভাবে বক্তব্যে বাধা সৃষ্টি করা আসলে পরিকল্পনা মাফিক কাজ। কারণ এই ভাবে বাধা সৃষ্টি করলেই সত্যিটা সাধারণ মানুষ এবং কৃষকদের কাছে পৌঁছাবে না আর বিরোধীরা যে ভুল-ভ্রান্তি এবং গুজব ছড়িয়ে রেখেছে সেগুলো রয়ে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী দাবি করেন, এইভাবে সত্যি চেপে রাখা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। একাধিকবার হাসিমুখে তার জবাব দিল শেষ পর্যন্ত কিছুটা হলেও কড়াভাবে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি অধীরের উদ্দেশ্যে বলেন, “এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি এমন ব্যক্তি যিনি আপনাকে সম্মান করে। আপনি বাংলায় তৃণমূল কংগ্রেসের থেকে বেশি জনপ্রিয়তা পাবেন, আমি বলে দিচ্ছি।” এর সঙ্গে মোদীর আরো সংযোজন, “অধীর বাবু আমি আপনাকে সম্মান করি, তবে এইভাবে কিন্তু ভাল লাগে না। আপনি আগে এই রকম করতেন না তবে আজ কেন করছেন?” এই প্রেক্ষিতে তিনি আরো একবার কৃষি আইন সমর্থন করে স্পষ্ট বলেন, এটা এমন একটা আইন যেটা কোনো রকম বাধা সৃষ্টি করবে না কৃষকদের জীবনে।

প্রসঙ্গত, এদিন লোকসভার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে গোটা দেশ যেভাবে লড়াই করেছে তা বিশ্বের কাছে উদাহরণ রেখেছে। দেশের ঐক্য গোটা বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। এই প্রসঙ্গে মোদী বলেন, রাস্তায় নামলেই পথের খোঁজ মেলে। এর পাশাপাশি সংসদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি এবং মূলত মহিলা সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রপতির ভাষণ দেশবাসীকে আলাদাভাবে প্রেরণা দিয়েছে। নতুন সংকল্প নিয়ে দেশ গড়ার জন্য সকলকে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি তিনি আরও দাবি করেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ডাক্তার-নার্সরা ভগবানের রূপে এসেছেন। করোনার সময় ভারত দেখিয়েছে কী করতে পারে। মোদীর কথায়, ভগবানের অশেষ কৃপা, তাই সকলে বেঁচে গিয়েছেন। গোটা দুনিয়া হিমশিম খেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fifteen =