নয়াদিল্লি: দীর্ঘ কুড়ি বছর পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবার আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান জঙ্গি গোষ্ঠী। এই ঘটনায় গোটা বিশ্ব চিন্তিত এবং সবথেকে বেশি চিন্তায় রয়েছে ভারত কারণ ইতিমধ্যেই পাকিস্তান এবং চিন তালিবানকে সমর্থন করবে বলে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ভারত আফগানিস্তান এর পরিস্থিতির ওপর নজর রাখছে ক্রমাগত এবং তালিবানের সঙ্গে কথা বলার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে এই অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরোক্ষে তালিবানের উদ্দেশ্যে দিলেন কড়া বার্তা। তিনি স্পষ্ট বললেন, সন্ত্রাসের সাম্রাজ্য কখনোই চিরস্থায়ী হয় না।
আরও পড়ুন- ‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বিব্রতকর পরিস্থিত’, আফগানিস্তানে বাইডেনের পদক্ষেপে কটাক্ষ ট্রাম্পের
এদিন গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্প উদ্বোধনে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই পরোক্ষে তালিবানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দিয়ে বলেন, মানবতাকে চিরকাল ধামাচাপা দেওয়া যায় না এবং যারা সন্ত্রাস করে সাম্রাজ্য স্থাপন করে তাদের সেই সাম্রাজ্য চিরস্থায়ী হয় না। ক্ষমতা ধ্বংস করা যাদের উদ্দেশ্য এবং যারা সন্ত্রাস করে সরকার গঠন করে তারা কখনোই চিরজীবন ক্ষমতায় থাকতে পারে না। এমনই বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে আফগানিস্তান পরিস্থিতির দিকে নজর দিয়ে নিজের বাসভবনে বৈঠক করেছিলেন তিনি।
हमारे लिए इतिहास और आस्था का मूलभाव है- सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास। वास्तव में यह ‘एक भारत, श्रेष्ठ भारत’ की भावना की ही अभिव्यक्ति है। pic.twitter.com/wSGN852TdH
— Narendra Modi (@narendramodi) August 20, 2021
সম্প্রতি আবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গে জানিয়েছিলেন, বাকি সব দেশের মত ভারতও আফগানিস্তানের পরিস্থিতির ওপর নজর রাখছে। এই মুহূর্তে সেখানে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য বলেই জানিয়েছেন তিনি। তবে এখন যেহেতু তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তাই তাদের সঙ্গে কথা বলা জরুরি বলেই জানাচ্ছেন জয়শঙ্কর। এককথায়, তালিবানদের সঙ্গে আলোচনায় বসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। এদিকে, রবিবার কাবুল দখল করার পরেই ভারতের সঙ্গে সমস্ত আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে তালিবান। পাকিস্তানের মধ্য দিয়ে সমস্ত ট্রানজিট রুটে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে তালিবান। মূলত আফগানিস্তানে ওষুধপত্র, চিনি, চা, মশলা ও বস্ত্র রফতানি করত ভারত৷ আমদানি করা হত শুকনো ফল৷ কিন্তু পাকিস্তান দিয়ে আর পণ্য আমদানি রফতানি করা যাচ্ছে না৷