কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নীতি আয়োগের বৈঠকে বার্তা মোদীর

কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নীতি আয়োগের বৈঠকে বার্তা মোদীর

51ff10d10ec3b92ff9def61654b6b364

নয়াদিল্লি: ফের একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‌ নীতি আয়োগের বৈঠক এই সম্ভাবনা তৈরি করেছিল। যদিও বৈঠকে উপস্থিত থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী। এই নীতি আয়োগের বৈঠকেই কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এই বৈঠকে দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মত গরহাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। 

এদিন বৈঠকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা এই প্রসঙ্গ তুলে প্রথম থেকে প্রচার করে যাচ্ছেন। আর কয়েক সপ্তাহ পরে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির এই ডবল ইঞ্জিন সরকারের প্রচার চলছে ব্যাপকভাবে। নীতি আয়োগের এই বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মুখে সেই এক বক্তব্য শোনা গেল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়ার জন্যই এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যতই বৈঠকে উপস্থিত না থাকুন, প্রধানমন্ত্রীর এই বার্তা যে তাঁর কাছে পৌঁছে যাবে এটা নিশ্চিত। এদিকে সূত্রের খবর, এদিনের এই বৈঠকে কৃষি উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন থেকে শুরু করে স্বাস্থ্যপরিসেবা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। 

উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের পরিচালন সমিতির একটি বৈঠকে যোগদান করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, নীতি আয়োগের পরিচালন পরিষদের কোনো আর্থিক ক্ষমতা নেই এবং এটি একটি ভিত্তিহীন ও ক্ষমতাহীন কেন্দ্রীয় সংস্থা। আর এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগকে সমর্থন করেন না বলে আগেও জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয় নীতি আয়োগের এই বৈঠক, কিন্তু গতবছর করোনা অতিমারীর কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *