লকডাউনের প্রশ্নই আসবে না, আশ্বাস মোদীর, ‘যুবরা’ পেলেন বিশেষ দায়িত্ব

লকডাউনের প্রশ্নই আসবে না, আশ্বাস মোদীর, ‘যুবরা’ পেলেন বিশেষ দায়িত্ব

ae45b24a946448d1c4f31ef62daba071

নয়াদিল্লি: করোনাভাইরাস পরিস্থিতি দিন প্রতি আরো ভয়ানক হচ্ছে ভারতে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে এবং সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়ছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দেশবাসীকে আশ্বস্ত করতে চাইলেন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে। লকডাউন যাতে না করতে হয় তার জন্য যুব সমাজকে দিলেন বিশেষ দায়িত্ব। একইসঙ্গে লকডাউন যে হচ্ছে না, এটা আপাতত সাফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এদিন তিনি যুবদের বার্তা দিয়ে বলেন, তিনি তাঁর ছোট বন্ধুদের জানাচ্ছেন, সবাই নিজের পাড়া এবং তল্লাটে কমিটি গড়ে করোনা বিধির পালন করার ওপর জোর দিক। বাড়িতেও এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রয়োজন ছাড়া কেউ না বেরোয়। এতে লকডাউনের পরিস্থিতি তৈরিই হবে না, তার প্রশ্ন নেই। মাইক্রো কনটেনমেইন্ট জোন তৈরির উপর জোর দেন তিনি। মোদী আরও জানান, দেশের কোল্ড চেইন ব্যবস্থা অনুকূলে রয়েছে এবং দেশের ওষুধ শিল্প দ্রুত ওষুধ তৈরি করছে তাই ভয় পাওয়ার কোন কারণ নেই। একইসঙ্গে সকলকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের পরিস্থিতি শোধরাবে এবং এর জন্য স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন।

মোদীর কথায়, দেশজুড়ে করোনাভাইরাস টিকার প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হচ্ছে এবং যাদের টিকা নেওয়া আবশ্যক তাদের প্রত্যেককে টিকা দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের যাতে অবহেলা না করা হয় সেই ব্যাপারেও নজর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সকল পরিযায়ী শ্রমিকরা ভ্যাকসিন পাবেন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু কেউ জানো আতঙ্কিত না হয় এমনটাই বার্তা প্রধানমন্ত্রীর। ‌এদিকে অক্সিজেনের সঙ্কটের কথা স্বীকার করে তিনি বলেন, দেশের বেশ কিছু জায়গায় অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। কিন্তু আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। দৃঢ় মনে এই সময়ের মোকাবিলা করতে হবে। ধৈর্য ধরতে হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *