নয়াদিল্লি: আজ বড়দিন। ক্রিসমাস উৎসব পালন করছে গোটা দেশ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই এই উৎসব তাই একটু হলেও সতর্ক দেশবাসী। এদিন সকালেই দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনে তিনি দেশবাসীকে সম্প্রীতির বার্তা দিয়েছেন। এদিন সকালে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, ”সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। যিশু খ্রিস্টের জীবন এবং তাঁর দেখানো পথ মনে করেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি সততা এবং মানবিকতার কথা বলে গিয়েছেন। সকলে সুস্থ এবং ভাল থাকুক। চার দিকে সম্প্রীতির বাতাবরণ গড়ে উঠুক।” পাশাপাশি, বড়দিনের উৎসব যেন নতুন কোনও বিপদ ডেকে নিয়ে না আসে তার জন্য সকলের সুস্থতা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী। কারণ ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই উৎসবের আনন্দ যেন খারাপ সময় না নিয়ে আসে, তারই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৮৯ জন এর মধ্যে ২ হাজার ৬০৫ জন কেরলের। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪১০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৮৭ জনের, এর মধ্যে ৩৪২ জনই কেরলের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ৭৯ হাজার ৮১৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৫২০। এদিকে দেশের সংক্রমণের হার কিঞ্চিৎ কমে হয়েছে ৫.১৮ শতাংশ এবং সেই হার গত একদিনে ০.৬৫ শতাংশ। পাশাপাশি দেশের মোট টিকাকরণের সংখ্যা ১৪১ কোটি ০১ লক্ষ ২৬ হাজার ৪০৪ ডোজ, গত ২৪ ঘণ্টায় ৬৬ লক্ষ ০৯ হাজার ১১৩ ডোজ।