মোদির মন ভালো নেই! তপ্ত লাদাখে ফের নাক গলানোর প্রস্তাব ট্রাম্পের

মোদির মন ভালো নেই! তপ্ত লাদাখে ফের নাক গলানোর প্রস্তাব ট্রাম্পের

 

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে হস্তক্ষেপ করার প্রস্তাব আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সংসদে চাপের মুখে পড়ে সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছিল ভারত সরকার৷ এবার ক্রমবর্ধমান ভারত-চিন সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে ফেরে নাক গলানোর চেষ্টা শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট৷ এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ যদিও দু’রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথন প্রসঙ্গ উড়িয়ে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক৷

ভারত-চিন উত্তেজনায় প্রসঙ্গে এবার হস্তক্ষেপ করার ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও দাবি করেছেন মার্কিন সম্রাট৷ লাদাখের ঘটনা নিয়ে মোদির মন ভালো নেই৷ ভারত ও চিনের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে এমনই মন্তব্য করেছেন ট্রাম্প৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলেও দাবি ডোনাল্ড ট্রাম্পের৷ মোদি-ট্রাম্পের কথোপকথন প্রসঙ্গে অস্বীকার করেছে বিদেশমন্ত্রক৷ গত ৪ এপ্রিল শেষবার দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়৷ভারত ও চিনের মধ্যে মধ্যস্থতা প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেছে বিদেশমন্ত্রকের তরফ৷ জানিয়ে দেয়া হয়েছে, গত ৪ এপ্রিল দু’দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়৷ আলোচনা হয় হাইড্রো ক্লোরোকুইন নিয়ে৷

কয়েক সপ্তাহ ধরে লাদাখে নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে৷ সেনা প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উচ্চ পর্যায়ে বৈঠকে বসেন৷ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনায় হস্তক্ষেপ করতে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ওই ঘটনা নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে বলেও দাবি করেছেন তিনি৷ ভারত-চিন উত্তেজনায় মার্কিন প্রেসিডেন্টের  নাক গলানোর প্রস্তাব ঘিরে তুঙ্গে চর্চা৷

করোনা পরিস্থিতির মাঝে সামরিকভাবে ভারতকে চাপে রাখতে লাদাখে সেনা মজুত করতে শুরু করেছে চিন৷ চিন লাদাখ সীমান্তে প্রায় পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর৷ যুদ্ধ বিমান নামোর জন্য ঘাঁটি প্রস্তুত করা হচ্ছে৷ পরিস্থিতি সামাল দিতে লাদাখে সেনা বাড়তে শুরু করেছে ভারত৷ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ৪ জায়গায় একেবারে সামনা সামনি ভারত-চিন সেনা৷ বারবার বৈঠক করেও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি৷ পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠেছে৷ ডোমকলে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, লাদাখ সীমান্তে তা কয়েকগুন বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *