দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

 

নয়াদিল্লি:  দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন, অনারিং দ্য অনেস্ট’ অর্থাৎ ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান’ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কর ব্যবস্থায় সংস্কার এনে স্বচ্ছ করদাতাদের উপযুক্ত সম্মান দিতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তাদের যাতে কোনও হয়রানি না হয়, সেটাই কেন্দ্রের লক্ষ্য৷

আরও পড়ুন- BREAKING: স্বাধীনতা দিবসের আগে গোয়েন্দা সর্তকতা, খালিস্তানি জঙ্গিদের নজরে লালকেল্লা

বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘কর ব্যবস্থায় স্বচ্ছতা আনাটা অত্যন্ত জরুরি ছিল৷ আজ আমরা যে নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করছি, তাতে কর ব্যবস্থা ‘ফেসলেস’ হয়ে যাবে৷ আমরা যে নতুন যাত্রা শুরু করছি তাতে মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স- আমাদের প্রতিশ্রুতি আরও মজবুত হবে৷ দেশের নাগরিকের জীবনে সরকারের হস্তক্ষেপ কমবে৷'

নমো বলেন, ‘‘যাঁরা কর দিতে সক্ষম, অথচ এই পরিকাঠামোর সঙ্গে যুক্ত নন, তাঁদের কাছে আমার আবেদন আপনারাও এগিয়ে আসুন৷’’ তিনি বলেন, গত ছয় বছরে কর ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখেছে দেশ৷ আমরা কর ব্যবস্থায় জটিলতা কমিয়ে  স্বচ্ছতা বাড়িয়েছি। আমরা করদাতাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি। গত ৬-৭ বছরে দেশে ২.৫ কোটি করদাতার সংখ্যা বাড়েছে৷ তবে ১৩০ কোটির দেশে এই সংখ্যা নিতান্ত কম বলেও উল্লেখ করেন মোদী৷ 

আরও পড়ুন- ভারতেও ব্যবহার হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, দাবি এইমসের

 

তাঁর কথায়, ‘‘দেশের সৎ করদাতারা রাষ্ট্র নির্মাণে বড় ভূমিকা নেয়। সৎ করদাতাদের জীবন সহজ হলেই দেশের উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব।’’ নমো বলেন, আমরা সিমলেস, পেইনলেস, ফেসলেস কর ব্যবস্থা আনার চেষ্টা করছি৷ করের বোঝা আগের থেকে অনেকটাই হ্রাস করা হয়েছে৷ ৫ লক্ষ পর্যন্ত উপার্জনে কোনও কর দিতে হয় না৷ বাণিজ্যিক করের ক্ষেত্রে সবচেয়ে কম কর দিতে হয় আমাদের দেশেই৷ আমাদের কাছে সংস্কার হল নীতি নির্ভর এবং সর্বাত্মক৷ দীর্ঘ দিন ধরেই কর ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন ছিল৷ কিন্তু আগে তা করা হয়নি৷ বাধ্য হয়ে বা চাপে পড়ে নেওয়া সিদ্ধান্তকে সংস্কার বলে চালানোর চেষ্টা হত। তবে কেন্দ্রের নয়া পদক্ষেপ আয়কর ও কর্পোরেট করের সংস্কারের দিকে বড়সড় পদক্ষেপ বলেই মনে করছে অর্থ মন্ত্রক৷  

আরও পড়ুন- চলচ্চিত্রে বায়ুসেনার নেতিবাচক ছবি! আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =