দেশের প্রাকৃতিক সম্পদে বেসরকারি ছাড় নমোর, প্রতিবাদে খনি ধর্মঘটের ডাক

দেশের প্রাকৃতিক সম্পদে বেসরকারি ছাড় নমোর, প্রতিবাদে খনি ধর্মঘটের ডাক

নয়াদিল্লি: দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশের প্রাকৃতিক সম্পদ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ঘোষণা আগেই করেছিল নরেন্দ্র মোদির সরকার৷ এবার কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে দেশজুড়ে ৩ দিনের শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে বাম-কংগ্রেস-সমাজবাদী পার্টির শ্রমিক যৌথ ফেডারেশন৷

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিল্পপতিদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে কয়লা উত্তোলনে বেসরকারি সংস্থাকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বেশ কিছু জরুরি ঘোষণা করেন তিনি৷ জানান, বেসরকারি সংস্থা কয়লা উত্তোলন করলে প্রচুর কর্মসংস্থান হবে৷ বাড়বে আয়৷ কিন্তু এভাবে দেশে প্রাকৃতিক সম্পদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে শ্রমিক ও দেশের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে৷ এই আশঙ্কা থেকে এবার আগামী ৩, ৪ ও ৫ জুলাই দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷

আজ প্রধানমন্ত্রী জানান, দেশের শিল্পের বিকাশে ৪১টি কয়লা খনির বাণিজ্যিক নিলাম করা হবে৷ দেশের ১৬টি জেলায় কয়লার ভাণ্ডার রয়েছে৷ সেখানে সুযোগ পাবে বেসরকারি সংস্থা৷ এর উলে একাধিক শিল্পক্ষেত্রে এর লাভ মিলবে৷ গরিব মানুষের হাতে টাকা আসবে৷ প্রধানমন্ত্রীর দাবি, কয়লা উত্তলনে বেসরকারি বিনোয়োগে সিদ্ধান্ত কয়লার ক্ষেত্রে নতুন দিশা নিয়ে আসবে৷ তাতে রাজ্যগুলির লাভ হবে৷ দেশে বেসরকারিকরণের পথ আরও মজবুত হবে৷ নয়া খনি বণ্টন পদ্ধতিতে সবাই লাভবান হবে বলেও দানবি জানিয়েছেন তিনি৷ এর ফলে খনি এলাকায় আশপাশে উন্নয়ন হবে বলেও জানান তিনি৷

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর প্রথম জুলাইয়ের ৩ দিন যৌথভাবে খনি ধর্মঘটের ডাক বিএমএস শ্রমিক সংগঠন৷ আগামী ৩, ৪ ও ৫ জুলাই খনি ধর্মঘটের ডাক দিয়েছে আরএসএস পরিচালিত শ্রমিক সংগঠন বিএমএস৷ এই সংগঠনে রয়েছে বাম, কংগ্রেম ও সমাজবাদীর শ্রমিক ফেডারেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *