প্ররোচনা দিলে জবাব দিতে তৈরি ভারত, চিনকে চরম হুঁশিয়ারি মোদির

প্ররোচনা দিলে জবাব দিতে তৈরি ভারত, চিনকে চরম হুঁশিয়ারি মোদির

নয়াদিল্লি: ভারত-চিন সংঘাত আবহে এবার এই প্রথম নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নাম না করে চিনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন৷ জানিয়ে দিয়েছেন, শহীদের বলিদান কোনভাবেই ব্যর্থ হবে না৷ দেশের অখণ্ডতা নষ্ট হলে ভারত প্রয়োজনে আরও শক্তি প্রয়োগ করবে, চরম জবাব দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী৷

আজ করোনা পরবর্তী পরিস্থিতিতে দ্বিতীয় পর্যায়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বৈঠক শুরুতে মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে ভাষণদেন তিনি৷ সীমান্ত সংঘর্ষ প্রসঙ্গ টেনে চিনের নাম না করে কড়া জবাব দেন নমো৷ প্রধানমন্ত্রী শহিদ জাওয়ানদের শ্রদ্ধা জানাতে দু’মিনিট নীরবতা পালন করেন৷

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী জানান, ‘‘আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব হিসাবে কাজ করে গিয়েছি৷ আমরা তাদের বিকাশ কামনা করেছি৷ আমাদের প্রতিবেশী দেশ যদি কোন বিপদে পড়ে, আপনারা ছুটে দাঁড়িয়েছি তাঁদের পাশে৷ আমরা কাউকে উসকানি দিই না৷ কিন্তু আমাদের দেশের অখণ্ডতা নিয়ে সমঝোতা করব না৷ দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য নিজেদের শক্তি প্রদর্শন করেছি৷ আমাদের শক্তিকে প্রমাণ দিয়েছি৷ ত্যাগ ও বীরত্ব আমাদের রাষ্ট্রের চরিত্র৷’’

প্রধানমন্ত্রীর আরও মন্তব্য, ‘‘আমি দেশবাসীকে ভরসা দিতে চাই, আমাদের শহিদদের বলিদান বিফলে যাবে না৷  ভারতীয় অখণ্ডতা, ঐক্য বজায় রাখা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব৷ এই কাজে আমাদের কেউ রুখতে পারবে না৷ এই বিষয়ে কাউকে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, ভারত শান্তি চাই৷ কিন্তু, প্ররোচনা দিলে যথাযথ জবাব দেবে ভারত৷ আমাদের বীর শহিদ জাওয়ানরা দেশের গর্ব৷ তাঁরা মারতে মারতে মারেছেন৷ অনুরোধ আসুন আমরা দু’মিনিটের জন্য নীরবতা পালন করি৷’’

এরপর দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের দু’মিনিটের জন্য নীরবতা পালন করার নির্দেশ দেন৷ যদিও ভারতের সামরিক নীতির অন্যতম বৈশিষ্ট্য, ভারত কখনও অন্য দেশের ওপর আক্রমণ চালাবে না৷ কিন্তু ভারতের উপর হামলা হলে পাল্টা জবাব দেবে৷  আজ কার্যত সেই নীতিকে আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 12 =