Aajbikel

এবার হোয়াটসঅ্যাপে মোদী! কীভাবে মিলবে প্রধানমন্ত্রীর বার্তা?

 | 
মোদী হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছে গোটা দেশ৷ ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি৷ এবার  হোয়াটসঅ্যাপ চ্যানেল  লঞ্চ করলেন নরেন্দ্র মোদী৷ যেখানে গেলেই মিলবে দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে যাবতীয় আপডেট। বুধবারই মেটার নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ হয়েছে। সেখানেই এবার দেখা যেবে নমোকে৷ 

এই হোয়াটসঅ্যাপ চ্যানেল ঠিক কী?

এই চ্যানেলে অ্যাডমিনরা তাঁর ফলোয়ারদের সঙ্গে নানা ধরনের কনটেন্ট শেয়ার করতে পারবেন। সেখানে টেক্সট থেকে মাল্টিমিডিয়া, পোল সব কিছুই থাকবে। ফলে ব্যক্তি থেকে সংগঠন, ইউজাররা চাইলেই সেই সংক্রান্ত চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন৷

জেনে নিন কী করে মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গী যুক্ত হবেন কী ভাবে-

১. প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেটে যান।

২. স্ক্রিনের একেবারে নিচে লেখা থাকবে ‘ফাইন্ড চ্যানেলস’ অপশন। সেখানে গিয়ে ট্যাপ করুন। 

৩. এরপরই পর পর চলে আসবে চ্যানেলের তালিকা। সেখান থেকে মোদীর নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুলেই আপনি প্রধানমন্ত্রীর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন। প্রধানমন্ত্রীর মেসেজ ও আপডেটে আপনি ‘রিঅ্যাকশন’ও জানানো যাবে।

৪. হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাডমিনরা আপডেট ও কনটেন্ট ৩০ দিন অন্তর বদলাতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে পুরনো আপডেটগুলো মুছে যাবে।

Around The Web

Trending News

You May like