টাইমসের প্রভাবশালী তালিকায় নাম তুলে মোদীকে পুত্রসম বললেন শাহীনবাগের ‘দাদি’

টাইমসের প্রভাবশালী তালিকায় নাম তুলে মোদীকে পুত্রসম বললেন শাহীনবাগের ‘দাদি’

816d788093e9c9ac33876ac0d61911a2

 

নয়াদিল্লি:  তিনি বিলকিস বানো৷ ৮২ বছরের এই বৃদ্ধা দেশের মানুষের কাছে পরিচিত শাহীনবাগের ‘দাদি’ নামেই৷ সম্প্রতি বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের যে তালিকা টাইমস ম্যাগাজিনের পাতায় প্রকাশিত হয়েছে, তার মধ্যে অন্যতম চমক ছিল বিলকিস বানোর নাম৷ কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)-এর বিরুদ্ধে দিল্লির আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল হয়ে ওঠা শাহীনবাগে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি৷ কিন্তু টাইমসের পাতায় নাম ওঠার পর শাহীনবাগের দাদি বললেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার পুত্র সম৷ তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি৷’’

আরও পড়ুন- কৃষি বিল নিয়ে সাফাই দিয়ে নমো বললেন, কৃষক -শ্রমিক স্বার্থেই কাজ করে এনডিএ সরকার

 

টাইমস ম্যাগাজিনে ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাঁর নাম উঠে আসায় বেজায় খুশি অশীতিপর এই বৃদ্ধা৷ দাদি বলেন, ‘‘এই সম্মান পেয়ে আমি খুবই খুশি৷ তবে এমন সম্মান পাব, তা কখনও আশা করিনি৷’’ এই অনন্য সম্মান পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিলকিস বানো৷ তিনি আরও বলেন, ‘‘আমি কোনও দিনও স্কুলে যাইনি৷ কেবল কোরান শরিফ পড়েছি৷ আমাকে এই সম্মান দেওয়ায় আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত৷ এই তালিকায় জায়গা করে নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানাই৷ উনি আমার ছেলেরই মতন৷ আমি তাঁকে জন্ম না দিলেও, আমারই কোনও এক বোন তাঁকে জন্ম দিয়েছেন৷’’ 

আরও পড়ুন- নিউ নর্মালে বিহার নির্বাচন, ৩ দফায় ভোটের দিন ঘোষণা কমিশনের

টাইমস-এর এই তালিকায় শাহীনবাগের দাদির সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুগল সিইও সুন্দর পিচাই, বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক রবীন্দ্র গুপ্তা৷ আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ ১১ বছর আগে বিলকিস বানোর স্বামী মারা গিয়েছেন৷ নাতিনাতনিদের নিয়ে শাহীনবাগে থাকেন তিনি৷ কেন্দ্রের নাগরিকত্ব বিলের বিরুদ্ধে শাহীনবাগে আন্দোলনে বসা কয়েক হাজার মহিলার মধ্যে অন্যতম ছিলেন এই বিলকিস বানো৷ তাঁর অদম্য লড়াইয়ের জন্যই পরবর্তী সময় আন্দোলনের মুখ হয়ে ওঠেছিলেন তিনি৷ এখন তাঁর লড়াই করোনা ভাইরাসের বিরুদ্ধে৷ তাঁর কথায়, ‘‘এখন আমাদের লড়াই ভাইরাসের বিরুদ্ধে৷ পৃথিবী থেকে এই রোগকে সবার আগে নির্মূল করতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *