বিদেশ থেকেই ভারতের চাঁদ 'জয়' দেখলেন প্রধানমন্ত্রী, নতুন মিশনের ঘোষণা

নয়াদিল্লি: নির্ধারিত সূচি অনুযায়ীই বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান ৩ অবতরণ করেছে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে। আর সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নয়া ইতিহাস। বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারত, আর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নেমেছে। চন্দ্রযান ২ অভিযানের অবতরণের লগ্নে ইসরো অফিসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার তিনি থাকতে পারেননি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কারণে। তবে সেখান থেকেই ভার্চুয়ালি এই অবতরণের সাক্ষী থাকলেন তিনি।
ভারতে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে যে আজাদি কা অমৃতকাল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, তার অঙ্গ ছিল এই চন্দ্রযান ৩। বুধবার সেই অভিযানের সফলতার পর খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি ভারতের ইতিহাসের সাক্ষী থাকলেন। আর ইতিহাস সৃষ্টির পর তাঁর বক্তব্য বললেন, এ হল ভারতের উদীয়মান ভাগ্যের উদয়। সাফল্যের অমৃত বর্ষ। তিনি আরও বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব এবং গর্বের। মোদী এও জানান, ভারতের ঘরে ঘরে এখন উৎসব হচ্ছে। আজকের দিনটা ভারতকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে গেল।
একই সঙ্গে আগামী দিনের নয়া মিশন নিয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। জানান, ভবিষ্যতে আদিত্য এল ওয়ান মিশন লঞ্চ করবে ইসরো, পাশাপাশি আছে গগনযান। যার মাধ্যমে ভারত প্রথম বার মহাকাশে অভিযাত্রী পাঠাবে। তবে আপাতত চন্দ্রযান ৩-এর সাফল্যে মেতে আছে গোটা দেশ।