পঞ্চায়েত দিবসে স্বনির্ভরতার পাঠ প্রধানমন্ত্রীর, পঞ্চায়েত শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে

পঞ্চায়েত দিবসে স্বনির্ভরতার পাঠ প্রধানমন্ত্রীর, পঞ্চায়েত শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে

নয়াদিল্লি: পঞ্চায়েত দিবস উপলক্ষে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ চঞ্চায়েত স্তরে কাজের গতি বাড়াতে জোড়া অ্যাপসেও সূচনা করেছেন প্রধানমন্ত্রী৷ পঞ্চায়েত দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, দেশবাসীকে আত্মনির্ভরতার বার্তা দেন প্রধানমন্ত্রী৷  

আজ সকালে প্রধানমন্ত্রী জানান, করোনা সংকট আমাদের নতুন শিক্ষা দিয়েছে৷ আমাদেরকে স্বনির্ভর হতে শিখিয়েছে৷ করোনা মহামারী আমাদের নতুন বাধা তৈরি করেছে৷ স্বনির্ভর নাহলে এই বাধা কাটিয়ে ওঠা সম্ভব হবে না৷ এই কাজে পঞ্চায়েতগুলি আত্মনির্ভর হতেও বার্তা দেন প্রধানমন্ত্রী৷

বলেন, পঞ্চায়েত দিবসে আত্মনির্ভরতা প্রয়োজন৷ এমন সংকট এলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে৷ এই মহামারী আমাদের নতুন শিক্ষা দিয়েছে৷ করোনা আমাদের কাজের ধরন বদলে দিয়েছে৷ আগামী দিনে এমন সংকট এলে আমাদের এক হয়ে লড়াই করতে হবে৷ বিদেশের দিকে সাহায্যের জন্য আমাদের তাকিয়ে থাকলে চলবে না৷ পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় গণতন্ত্রের অন্যতম শক্তি৷ এই শক্তিকে আমাদের আরও মজবুত করতে হবে৷ গণতন্ত্র আরও মজবুত হবে৷ পঞ্চায়েত শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *