করোনা যুদ্ধে নীল নকশা মোদির, বসলেন বৈঠকে

করোনা যুদ্ধে নীল নকশা মোদির, বসলেন বৈঠকে

399ead7bf75852a4960b327a2924e0ca

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে এমপাওয়ার্ড গ্রুপের সঙ্গে শনিবার যৌথ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোভিড-১৯ মোকাবিলায় মোট ১১টি এমপাওয়ার্ড গ্রুপ তৈরি করেছে কেন্দ্র। তার মধ্যে ৮টি গ্রুপকে নেতৃত্ব দেবেন সচিবস্তরের আধিকারিকরা, ২টির নেতৃত্বে নীতি আয়োগের সদস্যরা ও অন্যটির নেতৃত্বে নীতি আয়োগের সিইও। এই এমপাওয়ার্ড গ্রুপের লক্ষ্য হল, আরও সুসংহত ভাবে অবস্থার উপর নজরদারি করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

দেশের বিভিন্ন প্রান্তে করোনা মোকাবিলায় হাসপাতালগুলি কতটা তৈরি, যথাযথ আইসোলেশন ওয়ার্ড এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রয়েছে কিনা, এদিন বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী৷ এছাড়াও করোনা রোগী সনাক্ত, টেস্টিং এবং ক্রিটিকাল কেয়ার ট্রেনিংয়ের কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখেন তিনি৷

হাসপাতালগুলির হাতে যাতে প্রয়োজনীয় সরঞ্জাম থাকে তা নিশ্চিত করার দায়িত্ব আধিকারিকদের হাতে সঁপেছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি পর্যাপ্ত প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম যেমন- পিপিই, মাস্ক, গ্লাভস এবং ভেন্টিলেটরের ব্যবস্থা রাখাও নির্দেশ দেওয়া হয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চলেছে৷ শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯০২৷ মৃত্য হয়েছে ৬৮ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *