নয়াদিল্লি: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশজুড়েই সকাল থেকে কার্যত উৎসবের আমেজ। বিভিন্ন প্রান্তে তেরঙ্গা পতাকা উত্তোলন শুরু হয়েছে। আর লালকেল্লায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এদিন সকাল ৭টা নাগাদ লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে সেখানে গার্ড অফ অনার দেয় ভারতীয় সেনার তিন বাহিনী।
নরেন্দ্র মোদীর পতাকা উত্তোলনের সময় লালকেল্লায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা। পতাকা উত্তোলনের সময়ে বায়ুসেনার কপ্টার থেকে শুরু হয় পুষ্পবৃষ্টি, ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানের তালে কুচকাওয়াজ শুরু করে সেনা। তবে লালকেল্লায় আসার আগে রাজঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি। শেষ কয়েক মাস ধরে মণিপুর নিয়ে উত্তাল দেশ। সংসদেও এই নিয়ে তোলপাড় হয়েছে। আজকের দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর মুখে মণিপুর প্রসঙ্গ শোনা গেল।
आप सभी को स्वतंत्रता दिवस की अनेकानेक शुभकामनाएं। आइए, इस ऐतिहासिक अवसर पर अमृतकाल में विकसित भारत के संकल्प को और सशक्त बनाएं। जय हिंद!
Best wishes on Independence Day. We pay homage to our great freedom fighters and reaffirm our commitment to fulfilling their vision. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) August 15, 2023
স্বাধীনতা দিবসের দিন মোদী জানালেন, মণিপুরের পাশে রয়েছে গোটা দেশ। শান্তিপূর্ণভাবে মণিপুরের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। খুব শীঘ্রই যে রাজ্যে শান্তি ফিরবে তা নিয়ে আশাবাদী তিনি। সম্প্রতি সংসদে মণিপুর নিয়ে কথা বলার আগে প্রায় দেড় ঘণ্টা অন্য প্রসঙ্গে কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু আজ তাঁর বক্তব্যের শুরুতেই উঠে আসে মণিপুর।