২৪ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ ফলোয়ার! হোয়াটসঅ্যাপে মোদী ‘ম্যাজিক’

২৪ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষ ফলোয়ার! হোয়াটসঅ্যাপে মোদী ‘ম্যাজিক’

pm modi

নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি শিবির সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করেছে। যত দিন এগিয়েছে তত এর ব্যবহার বাড়িয়েছে তারা। বর্তমানে তো আইটি সেল সম্পর্কে সকলেরই ধারনা আছে। সেই সোশ্যাল মিডিয়ার গণ্ডি আরও একটু বাড়িয়ে এবার হোয়াটসঅ্যাপে এসে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘চ্যানেল’-এ পাওয়া যাবে তাঁকে। সেখানেই নতুন নজির ইতিমধ্যেই করে ফেলেছেন ‘নমো’। 

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করে নয়া সংসদ ভবনের ভিতরে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। তারপর থেকে প্রায় ২৪ ঘণ্টা পার হয়েছে। এইটুকু সময়ের মধ্যেই তাঁর ফলোয়ার সংখ্যা ছাপিয়ে গেল ১০ লক্ষের ওপরে। এক্স (টুইটার) হোক, কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, প্রতিটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর জনপ্রিয়তার ধারে কাছে নেই দেশের অন্য কোনও রাজনীতিক। বিশ্বমঞ্চেও তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার নিরিখে সবার ওপরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর হালের হোয়াটসঅ্যাপ তাঁর জনপ্রিয়তার মুকুটে আরও এক পালক লাগাল। 

জেনে নিন কী করে মোদীর হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন: 

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। 

২. এরপর ওপরের ‘আপডেটস’ অপশনে যান।

৩. স্ক্রিনের একেবারে নিচে লেখা থাকবে ‘ফাইন্ড চ্যানেলস’ অপশন। সেখানে গিয়ে ট্যাপ করুন। 

৪. এরপরই পর পর চলে আসবে চ্যানেলের তালিকা। সেখান থেকে মোদীর নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুলেই আপনি প্রধানমন্ত্রীর চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন। প্রধানমন্ত্রীর মেসেজ ও আপডেটে আপনি ‘রিঅ্যাকশন’ও দিতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =