নয়াদিল্লি: মণিপুর সহ একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। গত দু’দিন এই ইস্যুতে সরগরম হয়েছে সংসদ। আজ আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ ছিল লোকসভায়। সেই ভাষণ থেকেই তিনি বিরোধীদের চরম কটাক্ষ করলেন। অনাস্থা প্রস্তাবে বিন্দুমাত্র ভয় পাওয়া তো দূর, বরং এই প্রস্তাবকে শুভ বললেন মোদী। এছাড়া ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে আরও বড় মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
এদিন সংসদীয় ভাষণে নরেন্দ্র মোদী বলেন, বাজপেয়ী সরকারের আমলেও অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছিল। এখনও দেওয়া হচ্ছে। রীতি বজায় আছে বলা যায়। কিন্তু তিনি মনে করেন, ভগবান খুব দয়ালু, কারও কারও মাধ্যমে ইচ্ছে পূরণ করেন। তাই তাঁর মনে হয়, অনাস্থা প্রস্তাব বিরোধীদের অ্যাসিড টেস্ট কিন্তু অনাস্থা প্রস্তাব তাঁদের জন্য শুভ। এই প্রেক্ষিতেই মোদীর দাবি, ২০২৪ সালে পুরনো সব রেকর্ড ভেঙে তারা আরও ভাল ফল করবেন। এই প্রসঙ্গে বিরোধীদের আরও একহাত নিয়ে তিনি বলেন, বিরোধীরা বিজেপি সরকারের প্রতি অনাস্থা এনেছে কিন্তু মানুষ ২০১৯ সালেই বিরোধীদের প্রতি অনাস্থা দেখিয়ে দিয়েছিল।
নিজের ভাষণ মোদী বিরোধীদের নিশানা করে আরও বলেন, গরীবদের খিদে নিয়ে তারা ভাবেন না। বিরোধীদের একটাই খিদে, সেটা ক্ষমতার খিদে। তাঁর কটাক্ষ, নিজেদের বই-খাতার ঠিক নেই, তাঁদের হিসাব রাখছেন বিরোধীরা। মোদীর সংযোজন, বিরোধীরা যাদের খারাপ চেয়েছেন, তাদেরই ভাল হয়েছে। তাই অনাস্থা প্রস্তাবকে পাত্তা দিচ্ছেন না তারা।