প্যালেস্টিনীয় প্রেসিডেন্টকে ফোন মোদীর, মানবিক সাহায্যের পূর্ণ আশ্বাস

প্যালেস্টিনীয় প্রেসিডেন্টকে ফোন মোদীর, মানবিক সাহায্যের পূর্ণ আশ্বাস

modi

নয়াদিল্লি: ইজরায়েলের পাশে থাকার বার্তা আগেই দিয়েছিল ভারত। তখন মনে হয়েছিল যে, প্যালেস্টাইনের সঙ্গে হয়তো নয়াদিল্লি নেই। কিন্তু তেমনটা নয়। এবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে মানবিক সাহায্য প্রদানের আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি গাজার আল আহলি হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছে তারও নিন্দা করেছে ভারত। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত প্যালেস্টাইনকে মানবিক সহায়তা করে যাবে, তাদের পাশে তারা আছে। 

হামাস ইজরায়েলে হামলা চালানোর পরই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রীকে। কিন্তু বরাবরই প্যালেস্টিনীয়দের দাবিকেও সমর্থন করে এসেছে ভারত। তাই তখন মনে হয়েছিল, ভারত হয়তো নিজের অবস্থান থেকে সরেছে। যদিও এমনটা নয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্যালেস্টিনীয়দের স্বাধীন রাষ্ট্রের দাবিকে ন্যায্য বলে মনে করে তারা। তবে, হামাস যে কাজ করেছে তা সন্ত্রাসবাদী কার্যকলাপ। ভারত কখনই সন্ত্রাসবাদীদের পাশে ছিল না। তাই তাদের সমর্থনে নেই। 

গাজার হাসপাতালে হামলার নিন্দা একাধিক দেশই করেছে। যদিও ইজরায়েল এই হামলার দায় চাপিয়েছে গাজার অন্য এক জঙ্গি গোষ্ঠীর ওপর। ইজরায়েল সরকারের দাবি, হাসপাতালে কোনও বিমান হানা হয়নি, বরং ওই জঙ্গিদের ক্ষেপণাস্ত্র নিশানা ভুল করে হাসপাতালে আঘাত হেনেছে। তার ফলেই ৫০০ জনের মৃত্যু হয়েছে। এই দাবিকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। খোদ প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘অন্য কেউ’ এই হামলার সঙ্গে জড়িত।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =