করোনায় ভারতের ‘জীবনদায়ী’ ভূমিকা, টিকাকরণের সাফল্য তুলে ধরলেন মোদী

করোনায় ভারতের ‘জীবনদায়ী’ ভূমিকা, টিকাকরণের সাফল্য তুলে ধরলেন মোদী

নয়াদিল্লি: দাভোসে ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের যে সাফল্য তার খতিয়ান এ দিন তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণ কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিতে ভারত কিভাবে কমপক্ষে ১৫০ দেশকে সাহায্য করেছে সে কথাও এ দিন উল্লেখ করেন তিনি।

ভার্চুয়ালি সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, গত ১২ দিনে ভারতে প্রায় ২ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি টিকাকরণ হয়েছে। আগামী মাসের মধ্যে ৩০ কোটি ভারতীয় টিকাকরণ হয়ে যাবে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আরো জানান, দেশের টিকাকরণ কর্মসূচি সাফল্যের সঙ্গে সংগঠন করার পাশাপাশি একাধিক দেশে টিকা পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আগামী কয়েক মাসের মধ্যে আরও বেশকিছু দেশকে করোনাভাইরাস টিকা পৌঁছে দেওয়া হবে বলেও দাবি করেছেন তিনি। এর পাশাপাশি দেশ অর্থনৈতিক সংস্কারের পথেও হাঁটতে শুরু করেছে ভারত সে ব্যাপারেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই দুটি করোনাভাইরাস ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। একটি ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকলেও দেশজুড়ে চলছে করোনাভাইরাস টিকাকরণ। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তির আলো দেখা গিয়েছে ভারতে। স্বাস্থ্যমন্ত্রকের শেষ খবর অনুযায়ী, ১৪৭ জেলায় গত এক সপ্তাহে হদিশ মেলেনি নতুন আক্রান্তের। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৬৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ১ হাজার ১৯৩ জন। আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাস মুক্ত হয়েছেন ১৪ হাজার ৩০১ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার ৬০৬ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *