Aajbikel

২৩ আগস্ট 'জাতীয় মহাকাশ দিবস', দেশে ফিরেই বড় ঘোষণা মোদীর

 | 
modi

নয়াদিল্লি: ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযান শেষ পর্যায়ে এসে অসফল হয়েছিল। কিন্তু ২০২৩ সালের ২৩ আগস্ট যাবতীয় দুঃখ ঘুচিয়ে দিয়েছে। ইতিহাস সৃষ্টি করে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা ফেলেছে, আর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই ২৩ আগস্টকে 'জাতীয় মহাকাশ দিবস' বলে ঘোষণা করেছেন। বিদেশ সফর করে শনিবার দেশে ফিরেই এই ঘোষণা তাঁর। 

এদিন সকালে ভারতে ফিরে প্রথমেই ইসরো অফিসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, বিজ্ঞানীদের ধৈর্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা অসাধারণ। সারা বিশ্ব ভারতীয় প্রযুক্তি এবং বিজ্ঞানের প্রশংসা করছে। তাই যে দিন ভারত চাঁদে পা রাখল সেই ২৩ আগস্ট দিনটিকে তিনি 'জাতীয় মহাকাশ দিবস' হিসেবে ঘোষণা করেন। এছাড়াও চন্দ্রযান-৩ চাঁদে যে জায়গায় অবতরণ করেছে তার নামকরণ করেছেন মোদী। নাম রাখা হয়েছে 'শিবশক্তি'। শুধু তাই নয়, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নাম দিয়েছেন তিনি। তা হল 'তিরঙ্গা'। 

ইসরো যখন চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করাল তখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমেই তিনি সেই অবতরণের সাক্ষী থাকেন, পরে ভাষণ দেন। ভারতে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে যে আজাদি কা অমৃতকাল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, তার অঙ্গ ছিল এই চন্দ্রযান ৩। গত বুধবার সেই অভিযানের সফলতার পর খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি।   

Around The Web

Trending News

You May like