নয়াদিল্লি: ২০২১ পার করে এখন বিশ্ব চলে এল ২০২২ সালে। করোনা মহামারি কাটিয়ে দুনিয়া আবার পুরোনো দিনে ফিরে যাক এই কামনা করছে সকলে। তাই নয়া বছরের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীর আনন্দ এবং সুস্বাস্থ্য চাইলেন। পাশাপাশি কামনা করলেন যাতে দেশে উন্নয়নের জোয়ার আসে।
এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘শুভ ২০২২। এই বছর সকলের জন্য আনন্দ এবং সুস্বাস্থ্য আনুক। আমরা যেন প্রগতি ও সমৃদ্ধির নতুন শিখরে পৌঁছতে এবং আমাদের মহান স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন পূরণে আরও কঠোর পরিশ্রম করতে পারি।’ এই টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী তাঁর ‘মন কি বাত’-এর সাম্প্রতিক পর্বের একটি ভিডিয়ো শেয়ার করেছেন।
এদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট বার্তায় লিখেছেন, ‘সকলকে শুভ নববর্ষ জানাই। আসুন আমরা আমাদের সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের সূচনা করার সংকল্প নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছর, ২০২২, আমাদের জীবনে সুখ, সুস্বাস্থ্য, সাফল্য, সমৃদ্ধি এবং শান্তি আনুক।’