ফের প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, ‘বেকার’ যুবককে গ্রেফতার

ফের প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, ‘বেকার’ যুবককে গ্রেফতার

নয়াদিল্লি: আগেও তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আবার হল। ফোন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল। এই ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। তাতেই হুমকি দেওয়া হয় যে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে। এরপরেই দ্রুত তদন্তে নামে পুলিশ। একদিনের মধ্যেই করোল বাগ এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোল বাগের রায়গর পুরা থেকে ওই ফোন করা হয়েছিল এবং যে ফোন করেছিল যে একজন বেকার যুবক। দীর্ঘদিন কাজ না থাকায় সে হতশাগ্রস্ত হয়ে পড়েছে। সেই কারণেই এমন পদক্ষেপ নেয় সে। অভিযুক্তর নাম হেমন্ত কুমার। তাঁকে গ্রেফতার করে থানায় এনে জেরা করা হয়েছে। এও জানা গিয়েছে, ফোন করার সময় সে মদ্যপ ছিল। কিন্তু বিষয়টি কি এতটাই সহজ নাকি এর পিছনে অন্য কিছু কারণ আছে, তা জানার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ।