নয়াদিল্লি: সরকারি হওয়া সত্ত্বেও RTI-এর আওতায় পড়বে না PM CARES ফান্ড। বৃহস্পতিবার একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের বক্তব্য, ওই ফান্ড সরকার নিয়ন্ত্রিত হলেও সেখানে বেসরকারি উৎস থেকে অনুদান জমা হয়। তাই এটি RTI-এর আওতায় পড়বে না বলে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতি সামলানোর জন্য করোনা পরিস্থিতিতেই তৈরি হয়েছিল PM CARES ফান্ড। এখানেই দেশের জনগণ, এমনকী সেলিব্রিটিরাও অনুদান দিয়েছেন। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত তহবিল হওয়ায় ভরসা করে সবাই এখানে অনুদান দিয়েছিল। কিন্তু অভিযোগ, সেই তহবিলের টাকা অন্য খাতে ব্যয় হচ্ছে। এই ফান্ড নিয়ে বিরোধীপক্ষ ও একাধিক সংবাদমাধ্যম অর্থ তছরূপের অভিযোগ তোলে। এই অভিযোগের পর ওই তহবিল নিয়ে RTI আইনে প্রশ্ন তোলেন বহু নাগরিক। PM CARES ফান্ডে কত টাকা জমা পড়েছে? কীভাবে আর কোথায় তা খরচ হয়েছে? এমন অনেক প্রশ্ন ওঠে। সম্প্রতি এমনই প্রশ্ন তোলেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে সরকারের তরফে জানানো হয়, PM CARES ফান্ডে একাধিক বেসরকারি উৎস থেকে অর্থ অনুদান হিসাবে আসে। তাই এটি RTI-এর আওতায় পড়ে না। তাই এক্ষেত্রে সরকার কোনওরকম জবাবদিহি করতে বাধ্য নয়। এরপরই অভিযোগের দিকে পাল্লা ভারী হতে শুরু করে। কারণ এই ফান্ড সরকার পরিচালিত ও সরকারি মালিকানাধীন। তাই এটি RTI-এর আওতায় পড়া উচিত। সরকারও এক্ষেত্রে তথ্য জানাতে বাধ্য। কিন্তু সরকার এখন জানাচ্ছে যে এটি RTI-এর আওতায় পড়ে না। তার উপর ২৭ মার্চ অছি পরিষদ জানিয়েছিল, PM CARES ফান্ড কোনওভাবেই প্রধানমন্ত্রীর দপ্তর বা সরকার পরিচালিত নয়। এটি সম্পূর্ণ বেসরকারি। কিন্তু ২৪ ডিসেম্বর সরকারই জানিয়েছে, এটি একেবারেই সরকারি তহবিল। কিন্তু বেসরকারি অর্থ জমা পড়ে বলে এটি RTI-এর আওতায় পড়ে না। ফলে গোটা ব্যাপারটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।