আত্মনির্ভর ভারত গড়তে দক্ষতায় জোড় কেন্দ্রের, শিক্ষাখাতে বিপুল বরাদ্দ, জানালেন মোদী

আত্মনির্ভর ভারত গড়তে দক্ষতায় জোড় কেন্দ্রের, শিক্ষাখাতে বিপুল বরাদ্দ, জানালেন মোদী

নয়াদিল্লি: আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা, গবেষণা ও দক্ষতার বিকাশের উপর অধিক গুরুত্ব দিতে হবে৷ আত্মনির্ভর ভারত গড়তে তুলতে হলে আরও বেশি আত্মবিশ্বাসী হতে হবে দেশের যুব সমাজকে৷ শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ নিয়ে ভার্চুয়াল বক্তৃতায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন-  জরুরি অবস্থার জারির সিদ্ধান্ত ‘ভুল’ ছিল, স্বীকার করলেন রাহুল

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আত্মনির্ভর ভারত গড়তে হলে আত্মবিশ্বাসী হতে হবে যুব সমাজকে৷ যা প্রত্যক্ষভাবে শিক্ষা, জ্ঞান এবং দক্ষতার উপর নির্ভরশীল৷ এই চিন্তাভাবনাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে নয়া জাতীয় শিক্ষা নীতি৷’’ স্বাস্থ্যের পর এই বছর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং আবিষ্কারের উপর৷ এই বছর অনেক বেশি জোড় দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপরেও৷ এই প্রথমবার ন্যাশনাল রিসার্চ সেন্টার গড়ে তোলা হচ্ছে৷ এর জন্য ৫০ হাজার কোটি টাকা খরচ করা হবে৷  

এদিন নমো আরও বলেন, আত্মবিশ্বাস শিক্ষা এবং জ্ঞান থেকে আসে৷ নয়া জাতীয় শিক্ষানীতিতে গড়ে উঠেছে এই ধারণা থেকেই৷ এই মন্থন এমন এক সময়ে ঘটছে যখন দেশটি পুরো বাস্তুতন্ত্রের পরিবর্তনের দিকে দ্রুত এগিয়ে চলেছে৷ তিনি জানান, এই প্রথম দেশে স্কুলগুলিতে অটল টিঙ্কারিং ল্যাব থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অটল ইনকিউবেশন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷ দেশে স্টার্টআপগুলির জন্য হ্যাকাথনের নতুন ঐতিহ্য দেশে গড়ে উঠেছে৷ যা দেশের যুব সমাজ এবং শিল্প উভয়ের জন্য একটি বিশাল শক্তি হয়ে উঠেছে৷ 

আরও পড়ুন- করোনা রুখতে মরিয়া! সমস্ত বেসরকারি হাসপাতালে টিকাকরণের অনুমতি দিল কেন্দ্র

তিনি বলেন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রকে সীমাবদ্ধ রাখা জাতির প্রতি অবিচার। এই মতাদর্শে ভর করেই আমরা কৃষি, মহাকাশ, পারমাণবিক শক্তি এবং ডিআরডিও-কে যুব সমাদের জন্য খুলে দেব৷ যা নতুন দক্ষতায় পরিপূর্ণ করবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *