নয়াদিল্লি : সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা বন্ধ করতে নির্বাচন কমিশনের কাচে চিঠি লিখেছেন নৌবাহিনীর প্রাক্তন প্রধান অ্যাডমিরাল এল রামদাস। আগামি লোকসভা নির্বাচনে সেনাকে অপব্যবহার যাতে না করা হয়, সেদিকে নজর দিতে বলেছেন তিনি।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের তরফে এই চিঠি লিখেছেন তিনি। পাকিস্তানে জৈশ এ মহম্মদের ওপর বিমানহানাকে নির্বাচনী প্রচারে কাজে না লাগানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি। বলেছেন, এনিয়ে যেন যুদ্ধবাজ কোনও বার্তা দেওয়ার চেষ্টা না হয় যাতে ভোটাররা প্রভাবিত হতে পারে। পুলওয়ামা, বালাকোট এবং অভিনন্দন বর্তমানকে নিয়ে যেভাবে রাজনৈতিক প্রচার চলছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু দল নির্লজ্জভাবে সেনার ছবি, পোষাক নিয়ে প্রচারে নেমেছে। এর ফলে সংবিধান মোতাবেক সেনাবাহিনীর মূল্যবোধের ভিত্তিই নষ্ট হয়ে যাবে। তাঁর আর্জি, নির্বাচন কমিশন এই ধরনের প্রচার বন্ধ করার নির্দেশ দিক।