নয়াদিল্লি: এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করল ভারতীয় রেল৷ পাশাপাশি এবার থেকে লোকাল ট্রেনে রেল সফরের খরচও বাড়তে চলেছে৷ স্বল্প দূরত্বের ট্রেন যাত্রার ক্ষেত্রেও টিকিটের দাম বাড়নোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ এ বিষয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
আরও পড়ুন- এভাবেও ঘর বাঁধা যায়! বেঁচে থাক ভালোবাসা! বিবাহ বন্ধনে অ্যাসিড আক্রান্ত
এতদিন পরিবারের সদস্য হোক বা বন্ধু-বান্ধব, স্টেশনে ছাড়তে এলে ১০ টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হত৷ কিন্তু এবার থেকে প্ল্যাটফর্মে উঠতে গেলে লাগবে ৩০ টাকা৷ তেমনি এতদিন ১০ টাকার টিকিট কেটে যাঁরা রেল যাত্রা করতেন, এবার থেকে একই দূরত্বের জন্য কাটতে হবে ৩০ টাকার টিকিট৷ উদাহরণ হিসাবে বলা যেতে পারে, এতদিন দিল্লি থেকে গাজিয়াবাদ যেতে ১০ টাকার টিকিট লাগত৷ এবার থেকে কাটতে হবে ৩০ টাকার টিকিট৷
তবে রেল মন্ত্রক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের মূল্য বৃদ্ধির বিষয়টি সাময়িক৷ স্টেশন চত্বর এবং ট্রেনে ভিড় কমাতেই এই সিদ্ধান্ত৷ প্রসঙ্গত, গত মাসেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রক৷ রেলের যুক্তি, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে অযথা রেল সফর না করেন, তা নিশ্চিত করতেই স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনে টিকিটের দাম বাড়ানো হচ্ছে৷
রেলের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা ডিআরএম-দের দায়িত্ব৷ যাত্রীদের সুরক্ষার স্বার্থে স্টেশনে অযথা ভিড় এড়াতেই বাড়থে টিকিটের দাম৷’’ প্রসঙ্গত, গত বছর লকডাউনে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা৷ শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল৷ পরে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু করা হয়৷ এর পর দেশে আনলক প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের জন্যও রেল পরিষেবা চালু করে দেওয়া হয়৷ তবে এখনও কিছু ট্রেন বন্ধ রয়েছে৷
আরও পড়ুন- ঝড়ের গতিতে গীতার ৫০০ শ্লোক শুনিয়ে দেয় ১২ বছরের মুশারিফ
শহরতলির ট্রেন ছাড়া ১ জানুয়ারি থেকে সবকটি ট্রেনের ভাড়াই বাড়ানো হয়েছিল৷ বেড়েছিল মেল, এসি, নন-এসি কোচের ভাড়া৷ নন-এসি ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছিল এক পয়সা৷ মেল ও এক্সপ্রেসের ট্রেনে নন-এসি কোচে প্রতি কিলোমিটারে ২ পয়সা এবং এসি কোচে প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়ানো হয়। এবার লোকাল ট্রেনের ভাড়াও বৃদ্ধি করা হল৷ তবে ট্রেনের ভাড়া ভাড়ায় চিন্তার ভাঁজ আমআদমির কপালে৷