নয়াদিল্লি: আবারও যুদ্ধ বিমান ভেঙে পাইলটের মৃত্যুর খবর। মিগ-২১ বিমান ভেঙে মৃত্যু হল এক পাইলটের। রাজস্থানের জয়সলমিরের কাছে একটি জায়গায় ভেঙে পড়ে বায়ুসেনার মিগ- ২১ বিমান। এখন ওই পাইলটের খোঁজে তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে, জয়সলমিরের ‘ডেজার্ট ন্যাশনাল পার্ক’ এলাকার অন্তর্গত একটি জায়গায় ঘটনাটি ঘটেছে।
বায়ুসেনার তরফে ইতিমধ্যেই এই ঘটনায় টুইট করা হয়েছে এবং জানান হয়েছে ওই বিমানে ছিলেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছে বায়ুসেনার আধিকারিকরা। পাশাপাশি, কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে একাধিকবার মিগ বিমান ভেঙে পড়ার মত ঘটনা ঘটেছে। তাই এই নিয়ে বিশেষ ভাবে পর্যালোচনার দরকার রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই বছরই কয়েকটি ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আবার বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জনের। তারপর আজ আবার এই ঘটনা।
তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির চা বাগানে ভেঙে পড়ে এমআই-১৭৷ সস্ত্রীক সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত৷ মাটিতে নামার আগেই দাউ দাউ করে আগুন লেগে যায় চপারে৷ স্থানীয় বাসিন্দারাই দগ্ধ অফিসারদের উদ্ধার করে নিয়ে যান৷ পরে বায়ুসেনার তরফে জানানো হয়, চপার দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন জেনারেল বিপিল রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত৷ বাকি ১১ জনেরও মৃত্যু হয়। পরে হাসপাতালে একজন মারা যান।