ছোট থেকেই দুটো হাত অকেজো। মেরুদন্ডের সমস্যা থাকার কারণে সোজা হয়ে উঠে বসতেও পারেন না। কাজ করার মধ্যে একমাত্র চলে তাঁর পা দুটি। আর সেই পা দিয়েই স্বাধীনতা দিবসের সপ্তাহে অনন্য উপায়ে দেশকে সম্মান জানালেন বিশেষভাবে সক্ষম আয়ুষ।
প্রসঙ্গত ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ‘আজাদি কে অমৃত মহোৎসব চলছে দেশজুড়ে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন এই কর্মসূচিতে। স্বাধীনতা দিবসের দিন কেন্দ্রের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশ নিয়ে কোটি কোটি দেশবাসী নিজেদের বাড়িতে উত্তোলন করেছেন জাতীয় পতাকা। সবে মিলে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই মুহূর্তে কার্যত উৎসবমুখর গোটা দেশ। আর সেই উৎসবেই গা ভাসিয়েছেন আয়ুষ মন্ডল। মনের অদম্য ইচ্ছা এবং শক্তি থাকলে যে কোন প্রতিবন্ধকতাই জয় করা যায় সম্প্রতি সে কথাই প্রমাণ করেছেন আয়ুষ। নিজের প্রতিবন্ধকতাকে জয় করে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়ুষ পা দিয়েই এঁকেছেন ভারতমাতার ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আয়ুষের এই অনন্য দেশপ্রেমের নজির। টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে মাটিতে শুয়ে শুয়েই পা দিয়ে তুলির টানে ছবি আঁকছেন ওই যুবক। ভিডিওটি টুইটারে প্রথম প্রকাশিত হয়েছে গত ১৪ আগস্ট। এখনো পর্যন্ত সেটি ১৬ হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং ১৬০৭ বার ভিডিওটি রিটুইট করা হয়েছে। আয়ুষের এই অদ্ভুত প্রতিভা এবং তাঁর অদম্য ইচ্ছাশক্তি দেখে রীতিমতো বাকরুদ্ধ নেটপাড়ার লোকজন।