Lockdown 5.0: পঞ্চম দফার লকডাউনে কোথায় কী ছাড়? পড়ুন বিস্তারিত

Lockdown 5.0: পঞ্চম দফার লকডাউনে কোথায় কী ছাড়? পড়ুন বিস্তারিত

লকডাউন:  পঞ্চম দফায় বাড়ল লকডাউনের মেয়াদ৷ ৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করল কেন্দ্র৷ এই উদ্দেশ্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে৷ শনিবার রাতে নয়া নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ ১ জুন থেকে কার্যকর হবে নয়া নির্দেশিকা৷ তবে এর মধ্যেই ধাপে ধাপে তোলা হবে লকডাউন৷ অর্থনীতিকে পাখির চোখ করেই হবে আনলক-১৷ তবে কনটেনমেন্ট জোনে কোনও ছাড় থাকছে না৷

*লকডাউনের নয়া নির্দেশিকায় নাইট কার্ফু শিথিল করা হয়েছে৷ সন্ধ্যা ৭টার বদলে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু৷ 

*কনটেনমেন্ট জোনের বাইরে ৮ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ এবং শপিং মল৷

*পরিস্থিতি বিবেচনা করার পর আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক প্রভৃতি খোলার দিন ঘোষণা করা হবে৷ 

*রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার পরই স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷

* কোভিড-১৯ মোকাবিলার মাস্ক এবং সোশ্যাল ডিস্টেনসিং বাধ্যতামূলক থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

*জরুরি পরিষেবা বাদে ৩০জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে কনটেনমেন্ট জোন৷ 

* নিষেধজ্ঞা জারি থাকছে সামাজিক-রাজনৈতিক-ক্রীড়া-বিনোদন-সাংস্কৃতিক এবং ধর্মীয় সমস্ত ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েতের উপর। পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় গিয়ে এগুলো খোলার দিন ঘোষণা করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *