অমৃতসর: করোনার জেরে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা। এই অবস্থায় সঙ্কটে পড়েছেন দেশবাসীও। অথচ পেট্রল ও ডিজেলের দাম আকাশছোঁয়া। গত কয়েকদিন ধরেই এই নিয়ে চলছিল জল্পনা। যদিও গত সাতদিন ধরে কোনও পরিবর্তন হয়নি জ্বালানি তেলের দামের। এই পরিস্থিতিতে পাঞ্জাবের গিড্ডেরবহার মানুষ অভিনব প্রতিবাদে সামিল হলেন। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে গ্রামবাসীদের। ভিডিওটি টুইট করেছেন গিড্ডেরবহার কংগ্রেস বিধায়ক অমরিন্দর সিং রাজা।
গত এক সপ্তাহ ধরে দাম অপরিবর্তিত থাকলেও জল্পনার শেষ নেই পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে। পাঞ্জাবের কোটলী, গিড্ডেরবহার বাসিন্দারা অভিনব প্রতিবাদ করল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে। স্থানীয় কংগ্রেস বিধায়ক অমরিন্দর সিং রাজা সোমবার রাতে একটি ভিডিও টুইট করেছেন। সেখানে লেখা রয়েছে, 'পেট্রল ও ডিজেলের আকাশছোঁয়া দামের সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।
কোটলী, গিড্ডেরবহার মানুষের কথা শুনুন।' ৩৪ সেকেন্ডের ভিডিওটিতে একটি বাড়ির সামনে এক ব্যক্তিকে দেখা যায়। বাড়িটির দরজার পাশে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ঝোলানো রয়েছে একটি মোটরসাইকেল। ভিডিওটিতে ওই ব্যক্তিকে একজন প্রশ্ন করেন, 'দাদা, আপনি আপনার মোটরসাইকেলটিকে কেন দরজার কাছে ঝুলিয়ে রেখেছেন? কী হয়েছে?' সেই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির কথা বলেন। এছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য তিনি মোটরসাইকেলের পরিবর্তে সাইকেলে যাতায়াত করছেন বলেও জানিয়েছেন। ভিডিওটিতে স্থানীয় অন্যান্য বাসিন্দাদেরও দেখা যায়। ওই ব্যক্তির সঙ্গে 'প্রশ্নোত্তর পর্ব' শেষ হলেই স্থানীয় বাসিন্দারা 'মোদি সরকার মুর্দাবাদ' স্লোগান দিতে থাকেন।
पेट्रोल-डीज़ल की आसमान छूती क़ीमतों से जनता हो रही है बेहाल,
देखिए कोटली, गिड्डेरबहा के लोगों के ‘दिल की बात’ pic.twitter.com/wpObhD6igV
— Amarinder Singh Raja (@RajaBrar_INC) July 6, 2020
Loading tweet…